পাটনা: ঋণের ভারে জর্জরিত পরিবার। মানসিক বিপর্যস্ত বাবা তার তিন সন্তানকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। নিজেকে জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০২৪ এর শুরুর দিকেই এমন ঘটনাটি ঘটে। বিহারের কাটিহারের ভারিন গ্রামের একটি মর্মান্তিক ঘটনা।
[আরও পড়ুন]: দেশ জুড়ে ১লক্ষ নতুন চাকরির সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট
পুলিশ সুপার জিতেন্দ্র কুমারের বক্তব্য, ‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ঋণের বোঝায় জর্জরিত, অবসাদগ্রস্ত দীনেশ সিং প্রথমে তিন সন্তানের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেন। তার পর নিজের গায়ে আগুন দেন। তাঁদের পুরো বাড়ি পুড়ে গিয়েছে। ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। হাসপাতালে ভর্তির পর আরও একজন মারা যায়। দীনেশের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন]: ট্রেনের কামরায় খুঁজে পাচ্ছেন না প্রিয়জনদের? নিজের কোচ পাননি? পূর্ব রেল নিয়ে এলো সমাধান
নিহতরা হলো রিংকি কুমারী (৯) ও তার দুই ভাই রাজা কুমার (১২) ও শুভঙ্কর কুমার (১৩)। স্থানীয়রা জানিয়েছেন যে দীনেশ প্রায় ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছিলেন। যার ফলে তাঁর স্ত্রী এবং পরিবার তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন।
________