তারকেশ্বর TV: দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসন মিলিয়ে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাথমিক দফার ভোটগ্রহণ চলছে। এর মাঝেই কোচবিহারের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক ইন্সপেক্টরের অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়।
কমিশনের রিপোর্ট অনুযায়ী .. বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই সেনা সদস্য বাথরুমে জ্ঞান হারিয়ে ফেলেন এবং দুর্ভাগ্যজনকভাবে মারা যান। তাকে মূলত কিউআরটি দলে নিয়োগ দেওয়া হয়েছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু(৪২)। বিহার থেকে মাথাভাঙ্গা বেলতলা এলাকার একটি স্কুলে ভোটের দায়িত্ব পালনে আসেন তিনি। দুর্ভাগ্যবশত গভীর রাতে তার সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
________