HomeStory of WestbengalCyber Crime: ভুয়ো সীমানায় আধার

Cyber Crime: ভুয়ো সীমানায় আধার

সীমান্তবর্তী অঞ্চলে গভীর ষড়যন্ত্র

পূর্বস্থলীর ছোট্ট একটি দোকানে প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকত। শিশুর থেকে শুরু করে বয়স্ক মানুষ, সকলেই আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য ওই দোকানে ছুটে আসত। দোকানের মালিক সহদেব বিশ্বাস এবং তার সঙ্গী রাজেশ শেখ প্রতিশ্রুতি দিতেন, মাত্র ৩৮০ টাকার বিনিময়ে যে কোনও আধার সংক্রান্ত কাজ সম্পন্ন হবে। কিন্তু এই নিরীহ দেখতে দোকানের আড়ালেই চলছিল এক ভয়ানক ষড়যন্ত্র।

রহস্য উন্মোচন

পূর্বস্থলী থানায় খবর আসে, ওই সেন্টারে টাকার বিনিময়ে অবৈধভাবে আধার কার্ড তৈরি হচ্ছে। এমনকি, দোকানের মালিকদের কাছে কোনও বৈধ অনুমোদনপত্রও নেই। সন্দেহ আরও গাঢ় হয় যখন জানতে পারে, এই সেন্টার থেকেই সীমান্ত পারাপার করা বাংলাদেশি নাগরিকদের জন্য নকল ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ড তৈরি করা হচ্ছে।

পুলিশের অভিযান

অভিযোগ পেতেই পুলিশ এক দুপুরে হানা দেয় দোকানে। সেন্টারের ভেতরে ঢুকে তারা দেখতে পায়, আধার কার্ড তৈরির সরঞ্জাম, একটি ল্যাপটপ, এবং প্রচুর নগদ টাকা ছড়ানো রয়েছে। গ্রাহকদের লম্বা লাইন, কিন্তু তাদের অধিকাংশই সন্দেহজনক। দোকানের মালিক সহদেব এবং রাজেশ কোনও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

বাজেয়াপ্ত ও গ্রেপ্তার

পুলিশ সেন্টারটি বন্ধ করে দেয় এবং সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করে। সহদেব ও রাজেশকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রাহকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে তখনই দোকান থেকে সরে যান।

সীমান্তবর্তী অঞ্চলে আরও গভীর ষড়যন্ত্র

এই ঘটনার সূত্র ধরেই উঠে আসে আরও একটি বড় চক্রান্তের কথা। গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বাংলাদেশ থেকে বৈধ কাগজপত্র নিয়ে অবৈধভাবে প্রবেশ করা হচ্ছে ভারতে। এদেশে এসে কিছু অসাধু কর্মীদের সহযোগিতায় বাংলাদেশের নাগরিকরা আধার কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্ট পর্যন্ত তৈরি করে ফেলছেন। হরিহরপাড়ায় এর আগে জেএমবি-র সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করার পর থেকেই প্রশাসন আরও কড়া নজরদারি চালাচ্ছে।

অবৈধ চক্রের উদ্বেগ

লালবাজারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সীমান্ত অঞ্চলের দোকান এবং সেন্টারগুলিকে নজরে রাখা হয়েছে। যারা এই কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

গল্পের শেষে প্রশ্ন

পূর্বস্থলীর এই সেন্টার বন্ধ হলেও প্রশ্ন থেকে যায়, আরও কতগুলো সেন্টার এমন চক্রান্ত চালাচ্ছে? কতজন বাংলাদেশি নাগরিক ইতিমধ্যেই এই প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের বৈধ পরিচয়পত্র বানিয়ে ফেলেছে? প্রশাসনের এই চক্র ভাঙার চেষ্টা কেবল শুরু। কিন্তু এর শেষ কোথায়?

এই ঘটনা পূর্বস্থলীর একটি চক্রান্ত উন্মোচন করলেও সীমান্তবর্তী অঞ্চলে আরও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

বিঃদ্রঃ – এই গল্পটি পূর্বস্থলির ঘটনা অবলম্বনে লেখা।

|| সমাপ্ত ||

________

এই মুহূর্তে

আরও পড়ুন