তারকেশ্বর TV: বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে। সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতাও বাদ যাবে না। পুজোর আগে এই পূর্বাভাসে একটু দুশ্চিন্তা বেড়েছে বটে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া, শনিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন]: পিটবুল কান কামড়ে ছিঁড়ে দিল। চলল ১১ ঘণ্টার অস্ত্রোপচারে
উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
[আরও পড়ুন]: এবার ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ভিডিও। আসছে সেই ফোন
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি উত্তর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার কারণে সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ফলে, শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন]: ভারতের যে রাজ্যগুলিতে সবথেকে বেশি মহিলা মদ্যপান করেন
দক্ষিণবঙ্গে ষষ্ঠী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যাঁরা পুজোর সময় উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্যও কিছুটা চিন্তার বিষয়। তবে আশার কথা হলো, শনিবারের পর দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
________