তারকেশ্বর TV: সকলেই ভেবেছিলেন, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে পুত্রবধূ বানাতে চেয়েছিলেন জয়া বচ্চন। কিন্তু জানেন কি, বলিউডের গসিপ মিল বলছে অন্য কথা। জয়া রানীকে সহ্য করতেই পারতেন না। তিনি নাকি দক্ষতার সঙ্গে কৌশলে অভিষেকের জীবন থেকে রানিকে সরিয়ে দিয়েছিলেন।
রানি মুখোপাধ্যায় বাঙালি। জয়া বচ্চনও তাই। তিনিও বাঙালি। অনেকেই ভেবেছিলেন পুত্রবধূ হয়ে জয়ার ঘরে আসবেন রানি। কিন্তু কথাটা পুরোপুরি সত্যি নয়। শুরু থেকেই রানির ওপর অসন্তুষ্ট ছিলেন জয়া। তিনি তার ছেলের কাছাকাছি যেতে দিতে চাইতেন না। আর হয়তো মায়ের অনিচ্ছার কারণেই রানির জীবন থেকে দূরে সরে যান অভিষেক।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ‘লাগা চুনারি মে দাগ’ ছবির শুটিংয়ের সময় জয়া ও রানির মধ্যে ঠান্ডা যুদ্ধ লেগেই যায়। শোনা যায়, এখনও লড়াই চলছে দুই বাঙালি তারকার মধ্যে। অভিষেকের বিয়েতে জয়ার কাছ থেকে কোনও আমন্ত্রণ পাননি রানি। অনেকেই প্রাক্তন প্রেমিকের বিয়েতে যান না। তবে জয়া-রানির ঈর্ষার কারণে অমিতাভ বচ্চনের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকলেও তিনিও আমন্ত্রণ জানাননি।
একসময় রানি মুখার্জি বচ্চন পরিবারের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। অমিতাভ তাকে দেখেছেন কন্যারূপে। শুধু তাই নয়, অভিষেকের সঙ্গে ‘বান্টি অউর বাবলি’ ছবিতেও অভিনয় করেছেন রানি। তবে ছবির সিক্যুয়েলে অভিষেকের পরিবর্তে সাইফ আলি খান অভিনয় করেন। সেটাও এই জটিলতার কারণেই।
বলিউড সূত্রের খবর, রানিকে অপমান করে প্রতিনিয়ত বিরক্ত করতেন জয়া। এতে রানি খুব বিরক্ত হতেন। সূত্রের খবর, ‘লাগা চুনারি মে দাগ’ ছবির শুটিংয়ের সময় রানির থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলেন জয়া ও অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। জয়া এমনকি বলেও ছিলেন, “রানীকে তোমার হাসি ধার দাও, কঙ্কনা…” এ কথা শুনে কঙ্কনা অট্টহাসিতে ফেটে পড়েন। এতে খুব বিরক্ত হন রানি। সেদিন তিক্ত মেজাজ নিয়ে শুটিং সেট ছেড়েছিলেন রানি।
________