Homeবিগ ব্রেকিংWest Bengal Flood: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি। একদিনের বেতন ত্রাণ তহবিলে

West Bengal Flood: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি। একদিনের বেতন ত্রাণ তহবিলে

ইমেইলের মাধ্যমে তা জানাতে বলা হয়েছে

তারকেশ্বর TV: দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য এবার দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। সংস্থার প্রতিটি কর্মীকে এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে অনুরোধ জানানো হয়েছে। ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার রাজেশ কুমার একটি বার্তায় জানিয়েছেন, আয়করের আওতায় থাকা কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন থেকে এক দিনের বেতন কেটে নেওয়া হবে। তবে এটি পুরোপুরি ঐচ্ছিক। যদি কোনও কর্মী এতে রাজি না হন, তাহলে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলের মাধ্যমে তা জানাতে বলা হয়েছে।

Search Special image

ডিভিসি বার্তায় উল্লেখ করেছে, “দক্ষিণবঙ্গের অনেক এলাকাই বন্যার কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। অনেক মানুষ ঘরছাড়া হয়েছেন, ন্যূনতম প্রয়োজনের সামগ্রী পর্যন্ত তাঁদের কাছে নেই। এই কঠিন সময়ে তাঁদের সাহায্য করা আমাদের সবার দায়িত্ব।”

[আরও পড়ুন]: নীতা আম্বানির স্বাস্থ্যকর ডায়েট লিস্ট

[আরও পড়ুন]: পেঁপের গুন জানলে সব ছেড়ে এটাই খাবেন

ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে নিম্ন দামোদর অঞ্চলে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়। যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছেন। এই বন্যাকে ‘ম্যান-মেড বন্যা’ বলে উল্লেখ করেছেন। রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়েছে বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি পাঠিয়েছিলেন।

তবে ডিভিসি দাবি করেছে, তারা জল ছাড়ার আগে সবাইকে জানিয়ে দিয়েছে, যদিও রাজ্য সরকার এই দাবি অস্বীকার করেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের একটি মেমো অনুযায়ী, রাজ্য আসলে জল ছাড়ার বিষয়টি আগে থেকেই জানত।

________

এই মুহূর্তে

আরও পড়ুন