তারকেশ্বর TV: অনলাইনে আলপিন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার—সবকিছু কেনাকাটার দীর্ঘদিনের প্রবণতা এখন বৈদ্যুতিক স্কুটার কেনাতেও প্রভাব বিস্তার করছে। এই স্বাচ্ছন্দ্যের ফলেই অ্যামাজনের প্ল্যাটফর্মে বৈদ্যুতিক স্কুটারের বিক্রি ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর থেকে বৈদ্যুতিক স্কুটার বিক্রি শুরু করার পর, প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।
অ্যামাজনের হোম, কিচেন এবং আউটডোর বিভাগের ডিরেক্টর কে এন শ্রীনাথ জানান, বৈদ্যুতিক স্কুটার বিক্রির সাফল্য দেখে চলতি বছরের জুলাই-অগস্ট থেকে পেট্রল চালিত স্কুটারও বিক্রি শুরু হয়েছে। অ্যামাজনে বিক্রি হওয়া স্কুটারের মধ্যে ৭০ শতাংশই বৈদ্যুতিক, বাকিটা পেট্রল চালিত।
[আরও পড়ুন]: আভা পালের জীবন ও ক্যারিয়ার: কামসূত্র থেকে গান্দি বাত
সংবাদ মাধ্যম ‘এই সময়’ এর রিপোর্টে বলা হয়েছে – পশ্চিমবঙ্গে ই-স্কুটারের বিক্রি ১৫-২০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যেখানে শুধুমাত্র কলকাতায় এটি ২৫ শতাংশ বেড়েছে। শ্রীনাথের মতে, বিশেষ করে বেশি গতির, লাইসেন্স প্রয়োজন এমন স্কুটারগুলির চাহিদা সবচেয়ে বেশি। অ্যামাজনে ওলা (OLA), এথার এনার্জি (Ether Energy) এবং বাজাজের (Bajaj) মতো জনপ্রিয় ব্র্যান্ডের ই-স্কুটার বিক্রি হচ্ছে।
অনলাইন প্ল্যাটফর্মে স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা দেখে অনেক সংস্থা তাদের মডেলগুলো অনলাইনেই লাইন আপ করছে। যেমন, বাজাজ অটো (Bajaj Auto) তাদের চেতক ৩২০১ (Chetok 3201) মডেলের বিশেষ সংস্করণ অ্যামাজনে লঞ্চ করেছে।
[আরও পড়ুন]: অগস্ত্য নন্দার অন্ধকার রহস্য: দাদু বচ্চনের নাম ভাঙিয়ে কী করেছিলেন তিনি?
শুধু স্কুটারই নয়, সোলার লাইটিং, প্যানেল এবং রংয়ের বিক্রিও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। শ্রীনাথ জানান, ক্রেতারা ঘরের আয়তন জানালেই বিশেষ টুলের মাধ্যমে প্রয়োজনীয় রঙের পরিমাণ নির্ধারণ করা যায়। অ্যামাজন তাদের প্ল্যাটফর্মে রং বিক্রি শুরুর প্রথম মাসেই ২৫ হাজার লিটার রং বিক্রি করেছে।
গার্ডেনিং পণ্যের বিক্রিতেও বেড়েছে। এ বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অ্যামাজন প্রায় ৬ লক্ষ গার্ডেনিং প্রোডাক্ট বিক্রি করেছে। কলকাতা এবং পশ্চিমবঙ্গে হোম ডেকরের বিক্রি বার্ষিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে হোম, কিচেন ও আউটডোর পণ্যের বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ হারে।
[আরও পড়ুন]: কে এই নায়িকা? যে নিজের নো কিসিং পলিসি ভেঙে ঘনিস্ট দৃশ্যে অভিনয় করেছিলেন?
অন্যদিকে, ফ্লিপকার্টও অনলাইনে হিরো, বাজাজ, টিভিএস, ওলা, চেতক, ইয়েজদি, জাওয়া এবং এথারের মতো ব্র্যান্ডের স্কুটার ও বাইক বিক্রি করছে। চলতি বছরের অগস্ট পর্যন্ত প্ল্যাটফর্মে বৈদ্যুতিক ও জ্বালানি-চালিত স্কুটার-বাইকের বিক্রি ৬ গুণ বেড়েছে। দেশব্যাপী ৭০০-র বেশি শহরে ১২,০০০-এর বেশি পিন কোডে স্কুটার এবং বাইক বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
উভয় ই-কমার্স সংস্থা ক্রেতাদের একই প্ল্যাটফর্মে বিমা, রেজিস্ট্রেশন এবং ঋণ সুবিধাও প্রদান করছে। এটি ক্রেতাদের জন্য আরও সহজতর করছে।
________