Homeবিগ ব্রেকিংKolkata: শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিদূর্ঘটনা: আইসিইউতে একজনের মৃত্যু

Kolkata: শিয়ালদা ইএসআই হাসপাতালে অগ্নিদূর্ঘটনা: আইসিইউতে একজনের মৃত্যু

আগুন প্রথমে একটি ওয়ার্ডে লাগে

তারকেশ্বর TV: আজ সকালে কলকাতার সেন্ট্রাল এলাকায় অবস্থিত শিয়ালদা ইএসআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং অন্তত ১০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের আইসিইউতে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এদিকে, প্রায় ৮০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আর কোনো আহতের খবর পাওয়া যায়নি।

[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…

[আরও পড়ুন]: বর্ধমান মেডিক্যাল কলেজে একদিনে ১৮টি যমজ শিশুর জন্ম, রেকর্ড

প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন প্রথমে একটি ওয়ার্ডে লাগে, তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে আগুন আর ছড়াতে পারেনি। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, কয়েকজন রোগী এবং তাদের সঙ্গীরা হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। যাদের পরে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু দ্রুত হাসপাতালে পৌঁছান।

[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন

জেলা ফায়ার অফিসার টি.কে. দত্ত এই ঘটনাকে “ভয়ঙ্কর” বলে উল্লেখ করে জানান, “প্রায় ৮০ জন রোগী ভিতরে আটকা পড়েছিলেন, তবে ২০ মিনিটের মধ্যেই আমরা তাদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আইসিইউতে থাকা একজন রোগীর মৃত্যু হয়েছে, তবে আর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”

_______

এই মুহূর্তে

আরও পড়ুন