তারকেশ্বর TV: বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগের জবাব দিয়েছে ভারত সরকার। ত্রিপুরার দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণেই বন্যা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, বাঁধের জল ছাড়ার সঙ্গে বন্যার যোগসূত্র থাকার দাবি সঠিক নয়। সম্প্রতি বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট, কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলায় বিশেষ করে পূর্ব সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। দুম্বুর বাঁধের জল ছাড়ার ফলে এই বন্যা দেখা দিয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করলেও, ভারত সরকার এই তত্ত্ব নাকচ করে দিয়েছে। বিবৃতিতে তারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
________