Homeবিগ ব্রেকিংFlood in Westbenal: নির্দেশ পেতেই বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাড়িয়ে প্রচুর লরি ও পণ্যবাহী...

Flood in Westbenal: নির্দেশ পেতেই বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাড়িয়ে প্রচুর লরি ও পণ্যবাহী গাড়ি

বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়া হয়েছে

তারকেশ্বর TV: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। পণ্যবাহী গাড়ি বাংলায় ঢুকতে না দেওয়ায় চালকদের অসুবিধা হচ্ছে।

Search Special image

গত চারদিন ধরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। পাল্টা বুধ ও বৃহস্পতিবার ডিভিসি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আগামী তিন দিনের জন্য বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশে আসানসোল-দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার বিকেল থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহ চেকপোস্টের সীমান্ত সিল করে দেয়।

ডিসিপি (সদর) অরবিন্দ কুমার আনন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, আগামী তিনদিন বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করে রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত রাখতে ওই স্থানে চেকপোস্ট নাকা চেকিং করা হবে।

গোটা জাতীয় সড়ক জুড়ে বসানো হয়েছে লোহার গার্ডরেল। ঝাড়খণ্ডের দিক থেকে আসা সব ধরনের বড় গাড়িকে বাংলায় ঢুকতে না দিয়ে থামিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে আটকানো হচ্ছে না ছোট ছোট ব্যক্তিগত।

________

এই মুহূর্তে

আরও পড়ুন