Homeদেশআবার ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে সবরমতী-আগ্রা সুপারফাস্ট ট্রেন

আবার ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে সবরমতী-আগ্রা সুপারফাস্ট ট্রেন

উদ্ধারকারী দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আজমীর স্টেশনে নিয়ে যাওয়া হয়।

তারকেশ্বর TV: আবারও ট্রেন দুর্ঘটনা। ঘটনাটি ঘটে রবিবার রাতে রাজস্থানের আজমীরে। এবার মাদার রেলস্টেশনের কাছে একটি সুপারফাস্ট ট্রেন লাইনচ্যুত হয়। সবরমতী-আগ্রা সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিন এবং চারটি কোচ দুর্ঘটনায় কবলে পড়ে। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামান্য হলেও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আজমীর স্টেশনে নিয়ে যাওয়া হয়।

এই সময় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা জানান, রবিবার সকাল ১টার দিকে ঘটনাটি ঘটে। সেসময় তাঁরা সেসময় ঘুমোচ্ছিলেন। হটাৎ প্রবল ঝাঁকুনি এবং শব্দে  তাঁদের ঘুম ভেঙে যায়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং এডিআরএম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। লাইনচ্যুত কোচ এবং ইঞ্জিন সরানোর  জন্য সক্রিয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিছুদিন আগে ঝাড়খণ্ডের জামতারায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, যেখানে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হন। আসানসোল ডিভিশনের  বিদ্যাসাগর ও কাশিটার  স্টেশনের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ট্রেন থেকে নেমে ট্র্যাক ধরে হাঁটার সময় একটি লোকাল ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

গত অক্টোবরে বিশাখাপত্তনমে আরেকটি বিধ্বংসী ট্রেন দুর্ঘটনা ঘটে, যার ফলে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে তেরো জনের মৃত্যু হয়। কণ্টকাপল্লির  কাছে রায়গড়া  যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বিশাখাপত্তনম-পলাসা যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন।

২রা জুন, ওড়িশার বাহানাগা বাজার স্টেশনে করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৩০০  জন নিহত এবং হাজার হাজার যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার তদন্ত করে সিবিআই। সি. আর. এস এবং সি. বি. আই-এর প্রাথমিক তদন্ত রিপোর্টে জানা যায় যে সিগন্যালে ত্রুটির কারণে ঐ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রোববার সকালে কামিলার নাঙ্গলকোটে জামালপুর-চট্টগ্রাম বিজয় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়।

________

Latest news

Related news