তারকেশ্বর TV: ঝড়ে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় অল্প সময়ের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জেলা জুড়ে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে জলপাইগুড়িতে কিছুটা হলেও ঝড়ের প্রভাব পড়েছে। বিশেষ করে জলপাইগুড়ির ভারনিশ ও পাহাড়পুর এলাকায় ঝড়ে বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়টি বেশ কয়েক মিনিট স্থায়ী হয়েছিল এবং জেলা জুড়ে একাধিক স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, পার্শ্ববর্তী বার্নিশ এবং পাহাড়পুর অঞ্চলে উচ্চতর তীব্রতা লক্ষ্য করা গেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত পরিস্থিতি মোকাবিলা করছে এবং উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় জেলা প্রশাসনও উদ্ধার তৎপরতায় তৎপর রয়েছে।
মৃত হিসেবে দ্বিজেন্দ্র নারায়ণ সরকার (৫২) ও অনিমা বর্মনের (৪৯) পরিচয় পাওয়া গিয়েছে। তারপরও ঝড়ে আহত হয়েছেন অসংখ্য মানুষ। উদ্ধারকাজ শুরু হওয়ায় আহতের সংখ্যা বাড়ছে। বর্তমানে ৫২ জন বাসিন্দা আহত হিসাবে নথিভুক্ত করা হয়েছে। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।
ঝড়ে গাছ চাপা পড়ে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ির এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের সেন পাড়ায়। রবিবার বিকেলে ঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার পাশের অসংখ্য গাছ উপড়ে পড়েছে। এর মধ্যে একটি গাছ একটি গাড়ির ওপর পড়লে সেটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এছাড়া ঝড়ে বেশ কিছু দোকান ও বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। নিরাপত্তার খোঁজে গাড়িচালক ও স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বিকেলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। গোশালা মোড় থেকে রংধামালি যাওয়ার রাস্তার গাছ পরে আটকে যায়। একই সঙ্গে গোশালা মোড়ের কাছে জাতীয় সড়কের ধারে বেশ কয়েকটি দোকানের ছাদ উড়ে যায়। এদিকে, সেনপাড়ায় গাছের ডালের নিচে আটকে পড়া এক ব্যক্তিকে সফলভাবে উদ্ধার করেছে দমকল বাহিনী। দুর্ভাগ্যবশত, ঝড়ের সময় একটি ডাল তার উপর পড়ে লোকটি প্রাণ হারায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তারা বৃষ্টির সাথে প্রবল ঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেছিল।
________