তারকেশ্বর TV: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ফলে রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন]: ভ্রমণ পিপাসু বাঙালির জন্য বিশেষ ব্যবস্থা রেলের
এই জেলাগুলিতে দু’দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলিতে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
[আরও পড়ুন]: আরজি কার কাণ্ডে সঞ্জয়ের গ্রেফতারি মনে করাচ্ছে ২০০৪ এর ধনঞ্জয়কে
দক্ষিণবঙ্গের সাত জেলায় হাওয়ার ধরন বদলের কথা ঘোষণা করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতার সমস্যা বাড়তে পারে।
[আরও পড়ুন]: মা ফ্লাই ওভারে উঠে গাড়ি নিয়ে এই কাজ করলেই কড়কড়ে টাকা ফাইন
তারকেশ্বর ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মাঝে রোদ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। বর্তমানে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতার রাতের তাপমাত্রা ২৬.৯ থেকে বেড়ে হবে ২৭.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ৩২.৩ ডিগ্রি থেকে বেড়ে আজ ৩৩.২ ডিগ্রি হয়েছে। বাতাসে আর্দ্রতার মাত্রা ৬৩ থেকে ৯২ শতাংশ।
________