Homeবিগ ব্রেকিংWest Bengal Weather Update: অনবরত বৃষ্টি আর কদিন? জেনে নিন

West Bengal Weather Update: অনবরত বৃষ্টি আর কদিন? জেনে নিন

মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে

তারকেশ্বর TV: হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার কিছু কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা অঞ্চলজুড়ে। একই পূর্বাভাস প্রযোজ্য হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও। তবে সোমবার দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে। যেসব এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, সেসব এলাকায় কোনো আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

[আরও পড়ুন]: Mithun Chakraborty:মিঠুন চক্রবর্তীকে তার ছেলেরা বাবা বলে ডাকতে সংকোচ বোধ করে

সোমবার শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে আবহাওয়ার সতর্কতা রয়েছে। এই অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় সমুদ্রের ওপর দিয়ে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দমকা হাওয়া কখনো কখনো ঘণ্টায় ৫৫ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত সাগর উত্তাল থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার উপস্থিতি দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি কম।

________

এই মুহূর্তে

আরও পড়ুন