তারকেশ্বর TV: আর মাত্র ৩ দিন বাকি। আগামী ৮ মে বুধবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বিগত বছরগুলির মতোই, শিক্ষার্থীরা অনলাইনে তাদের ফলাফল পরীক্ষা করতে সক্ষম হবে। কিন্তু কিভাবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৮ তারিখ দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। দুই ঘণ্টা পরে, অর্থাৎ বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে তাদের ফলাফল পরীক্ষা করতে পারবে। ওয়েবসাইটে ফলাফল দেখার সময় শিক্ষার্থীদের অবশ্যই তাদের অ্যাডমিট কার্ড হাতে থাকতে হবে।
অনলাইনে ফলাফল:
এই সময়ের রিপোর্ট মোতাবেক, অনলাইনে ফলাফল দেখতে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এছাড়া বেশ কয়েকটি বেসরকারি নিউজ ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে। এই ওয়েবসাইটগুলি হ’ল www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in এবং www.results.shiksha। ফলাফল জানার পাশাপাশি মার্কশিটও ডাউনলোড করা যাবে এখান থেকে।
এসএমএস ও অ্যাপের মাধ্যমে ফলাফল:
এসএমএস (SMS) ও অ্যাপের (App) মাধ্যমে ফলাফল: উচ্চ মাধ্যমিকের ফলাফল দ্রুত জানাতে গত বছর সংসদের তরফে এসএমএস সেবা চালু করা হয়। এছাড়া মোবাইল অ্যাপেও ফলাফল দেখা গিয়েছিল। সূত্রের খবর, এই দুটি পদ্ধতিই চলতি বছরেই ফের চালু হবে। অ্যাপে ফলাফল দেখতে, শিক্ষার্থীদের গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে এটি ডাউনলোড করতে হবে। যা ফ্রী তেই করা যাবে।
মার্কশিট কবে?
লোকসভায় ভোটের কারণে এবারে ফল ঘোষণার দিনেই মার্কশিট দেবে না সংসদ। ১০ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকা ও টিচার্স ইনচার্জরা পাবেন। রাজ্য জুড়ে মোট ৫৫ টি শিবির অফিস থেকে মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করা হবে। ওই দিন শিক্ষার্থীরা স্কুল থেকে সেগুলো সংগ্রহ করতে পারবে।
স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদনঃ
মার্কশিট পাওয়ার পর শিক্ষার্থীরা এখন উত্তরপত্র স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবে। স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল পেতে তাৎক্ষণিক সেবা চালু করেছে সংসদ।
উল্লেখ্য, গত ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিষয়ভিত্তিক কাট অফ মার্কস স্পষ্ট করে দিয়েছে উচ্চমাধ্যমিক বোর্ড।
________