Homeবিগ ব্রেকিংDamodar River: জামালপুরে দামোদর নদে এক জেলের জালে ধরা পড়ল ইলিশ

Damodar River: জামালপুরে দামোদর নদে এক জেলের জালে ধরা পড়ল ইলিশ

মাছটির জন্য নিলামও ডাকা হয়

তারকেশ্বর TV: প্রায় ২০ বছর পর পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদে এক জেলের জালে ধরা পড়ল ইলিশ! শুক্রবার সকালেই সেই রুপোলি শস্য দেখতে ভিড় জমে যায় এলাকায়। নোনা জলের মাছ কীভাবে দামোদরের মিষ্টি জলে এসে পড়ল? তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। শেষমেশ, এক কেজি ওজনের সেই ইলিশ মাছটির জন্য নিলামও ডাকা হয়।

Search Special image

টানা বৃষ্টির কারণে কয়েকদিন আগেই ডিভিসি-র জলাধার থেকে একাধিকবার জল ছাড়া হয়েছিল। যার ফলে দামোদর উপচে পড়ে এবং জামালপুরের কিছু এলাকা বানভাসি হয়। মনে করা হচ্ছে, সেই সময় মোহনা থেকে কিছু ইলিশ স্রোতের বিপরীতে আসতে আসতে এসে পড়েছে দামোদরে। জামালপুরের মৎস্যজীবী তপন বিশ্বাসের জালেই ধরা পড়ে ইলিশটি। খবর ছড়িয়ে পড়তেই মাছের বাজারে ভিড় বেড়ে যায়।

[আরও পড়ুন]: ধূমপান যারা করেন তাদের জন্য সুখবর। দেখে নিন কি বলছে গবেষণা

[আরও পড়ুন]: আপনার নামে ভুয়ো প্রোফাইল? কিভাবে এড়াবেন জালিয়াতি?

মাছটি নিলামে তোলা হয়, যেখানে ডাক শুরু হয় ১,২০০ টাকা থেকে। শেষ পর্যন্ত জামালপুরের লক্ষ্মণ বিশ্বাস ২,১০০ টাকা দিয়ে ইলিশটি কিনে নেন। লক্ষ্মণ জানিয়েছেন, ‘‘এক কেজির জীবন্ত ইলিশ পেয়ে খুব খুশি, তাই দাম নিয়ে চিন্তা না করেই কিনে ফেললাম।’’

[আরও পড়ুন]: ভারতের যে রাজ্যগুলিতে সবথেকে বেশি মহিলা মদ্যপান করেন

মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রায় ২০ বছর আগে দামোদরে ইলিশ পাওয়া যেত। এত বছর পর আবার ইলিশ ওঠায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় মৎস্য আধিকারিক জানিয়েছেন, উত্তর মোহনপুরের জেলে তপন বিশ্বাস ইলিশটি ধরেছেন এবং মাছটির নিলাম হয়েছে প্রভাত পাত্রের আড়তে। প্রভাতের মতে, ইলিশ তো ঝাঁকের মাছ, একটিকে ধরতে পারলে আগামী দিনে আরও ইলিশ ধরা পড়তে পারে!

________

এই মুহূর্তে

আরও পড়ুন