তারকেশ্বর TV: শনিবার দুপুরে দমদমের সুধীর শূর কলেজের পিছনের ঝুপড়িতে আগুন লাগে। এর পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
দমদমের একটি বস্তিতে আচমকা আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, সঙ্গে বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
প্রাথমিকভাবে স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত পাশের খালের পানি ব্যবহার করে আগুন নেভানোর ব্যবস্থা নেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে ঘিঞ্জি এলাকার কারণে দ্রুত আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।
ইতোমধ্যে অসংখ্য বস্তি বাড়ি আগুনে পুড়ে গেছে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে পার্শ্ববর্তী অঞ্চলেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। পরিস্থিতি সামাল দিতে দমকলকর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এর সূত্রপাত হয়। এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “খবর পেয়ে আমি ওই এলাকায় যাচ্ছি। এটি একটি ঘিঞ্জি এলাকা, যা দমকলকর্মীদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জিং করে তুলেছে। তবে আগুন নেভানোর জন্য আমাদের হাতে রোবট রয়েছে। সেই রোবট কাজে লাগানো হবে।’’
________