তারকেশ্বর TV: বসন্তের শুরুতেই বৃষ্টির কালো ছায়া। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় নাগাড়ে চলছে দফায় দফায় ঝড় বৃষ্টি , বজ্রপাত। একাধিক জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে আইএমডি।
সর্বশেষ রিপোর্ট বলছে, মঙ্গলবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা।
তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশের সম্ভাবনা বুধবার। শুষ্ক আবহাওয়া জেলাগুলিতে। আপাতত শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
আগামিকাল বুধবার থেকে বদলাবে আবহাওয়া। বুধবার থেকে শনিবার আবহাওয়া শুকনো থাকবে।
তবে ফের আবহাওয়ার ভোলবদল হতে চলেছে রবিবার। এদিন ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। মার্চের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।
তবে উত্তরবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।
কলকাতায় শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার ফের আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা আগামিকাল থেকে বাড়তে শুরু করবে।
সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
________