তারকেশ্বর TV: ভারত তার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষার মাধ্যমে পরিবহণের ক্ষেত্রে বড়সড় অগ্রগতি করতে চলেছে। যার ট্রায়াল ২০২৪ সালের ডিসেম্বর মাসে হবে। এই উদ্যোগ ভারতকে জার্মানি, ফ্রান্স, সুইডেন ও চীনের পরে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে হাইড্রোজেন ট্রেন চালানোর ক্ষেত্রে নিয়ে যাবে।
ভারতীয় রেলওয়ে “হাইড্রোজেন ফর হেরিটেজ” (Hydrogen for Heritage) প্রকল্পের আওতায় এই কাজ করছে। যার লক্ষ্য ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন চালানো। প্রতিটি ট্রেনের খরচ প্রায় ৮০ কোটি টাকা এবং ভূমি পরিকাঠামোর জন্য আরও ৭০ কোটি টাকা।
[আরও পড়ুন]: চার বছরের মধ্যই আবার মা হতে চলেছেন কোয়েল মল্লিক। দারুণ খুশি টলি নায়িকা
প্রথম প্রোটোটাইপটি হরিয়ানার জিন্দ-সোনিপাত রুটে ৮৯ কিলোমিটার পথে পরীক্ষা হবে। চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (Integral Coach Factory in Chennai) এর কাজ চলছে। একজন রেলওয়ে কর্মকর্তা বলেন, “ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনে চলবে।”
[আরও পড়ুন]: ভারতেই রয়েছে এমন ট্রেন। যার ভাড়ায় তৈরি হয়ে যাবে আস্ত বাড়ি
নিরাপত্তা নিশ্চিত করতে, ভারতীয় রেলওয়ে জার্মান কোম্পানি TUV-SUD-কে দিয়ে ট্রেনের সম্পূর্ণ নিরাপত্তা নিরীক্ষা করাচ্ছে। যাতে কোনো গ্যাপ না থাকে।
জিন্দে অবস্থিত ১-মেগাওয়াট PEM (Polymer Electrolyte Membrane) ইলেক্ট্রোলাইজার থেকে এই ট্রেনের জন্য হাইড্রোজেন সরবরাহ করা হবে। যা প্রতিদিন প্রায় ৪৩০ কেজি হাইড্রোজেন তৈরি করবে। এছাড়া, জিন্দে ৩,০০০ কেজি হাইড্রোজেন মজুদ রাখার ব্যবস্থা ও দ্রুত রিফুয়েলিংয়ের জন্য ডিসপেন্সার থাকবে।
[আরও পড়ুন]: সমালোচনার মুখে ঐশ্বর্যা রাই বচ্চন। তাকে ‘টেকো’ – ও বলা হল।
কর্মকর্তারা জানিয়েছেন যে, এই প্রকল্প ভারতের নিট-জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চলেছে। সফল পরীক্ষার পর, ভারতীয় রেলওয়ে পরিবহণের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে এবং পরিবেশবান্ধব যাত্রী পরিবহন কাঠামো গড়ে তুলতে চলেছে।
________