HomeদেশIndian Railway: রেলের নতুন নিয়ম। এবার এই কাজ করলেই হবে হাজতবাস

Indian Railway: রেলের নতুন নিয়ম। এবার এই কাজ করলেই হবে হাজতবাস

বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক

তারকেশ্বর TV: বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তারা লাইক এবং শেয়ার পেতে সমস্ত সীমা অতিক্রম করতে পারে। এর জন্য জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করেন না তাঁরা। কিন্তু এবার ট্রেনে স্টান্ট করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেবে ভারতীয় রেল।

ইদানীং সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনে বা স্টেশনে নানা রকম স্টান্ট করছেন মানুষ। এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরই কড়া হুঁশিয়ারি জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে। এই ধরনের ভিডিও তৈরির জন্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন]: চাঁদে বিপুল জলের সন্ধান। ISRO নয়া তথ্যে তুমুল শোরগোল

[আরও পড়ুন]: ভুলে যাবার চিন্তা এবার ভুলে যান। এসে গেছে দ্বিতীয় ব্রেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের সেউরি স্টেশনে লোকাল ট্রেনের দরজায় দুলতে দুলতে প্ল্যাটফর্মে দৌড়াচ্ছেন এক যুবক। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই কড়া সতর্কতা জারি করেছে সেন্ট্রাল রেলওয়ে। রেল আধিকারিকরা জানিয়েছেন, ভিডিওতে যে যুবককে স্টান্ট করতে দেখা যাচ্ছে, তাঁকে খুঁজতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেন্ট্রাল রেলওয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে যাত্রী ও অন্যদের জীবন বিপন্ন হতে পারে এমন কার্যকলাপে জড়িত হওয়ার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে, যেখানে যাত্রীরা নিজেরাই ঝুঁকিতে বা বিপদে পড়তে পারেন।

________

এই মুহূর্তে

আরও পড়ুন