HomeদেশIndian Railway: নিয়ম বদলে গেল UTS অ্যাপে। ২০ কিমি লিমিট উঠে গেল

Indian Railway: নিয়ম বদলে গেল UTS অ্যাপে। ২০ কিমি লিমিট উঠে গেল

(UTS) মাধ্যমে ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারবেন

তারকেশ্বর TV: ট্রেন স্টেশন থেকে অনেক দূরে যাওয়ার কথা ভাবছেন? স্টেশনে টিকিট কেটে ট্রেনে ওঠা নিয়ে চিন্তিত? কোনো চিন্তা নেই। আমরা আগেই আপনার জন্য একটি সমাধান নিয়ে এসেছি। এখন আপনি হাউস স্টেশন থেকে যতই দূরে থাকুন না কেন, মোবাইল অ্যাপের মাধ্যমে ইউটিএসের (UTS) মাধ্যমে ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন: জনৈক ফুটবলারের মন ভীষণ খারাপ। কেন?

সাধারণ শ্রেণির ট্রেনে যাতায়াত আরও সহজ করতে মোবাইল অ্যাপে ইউটিএস (UTS) -এ উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে যাত্রীরা এখন যে কোনও অবস্থান থেকে তাদের গন্তব্যের টিকিট পেতে পারেন। এর আগে ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা শুধুমাত্র ২০ কিলোমিটার দূরত্বের জন্য সাধারণ টিকিট বুক করতে পারতেন। অর্থাৎ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ২০ কিলোমিটারের বেশি দূরে থাকলে তাঁরা টিকিট কাটতে পারতেন না। তবে দূরত্বের বিধিনিষেধ উঠে যাওয়ায় এখন যেকোনো জায়গা থেকে অনলাইনে সাধারণ টিকিট কেনা যাবে।

আরও পড়ুন: গোবরে তৈরি ইটের কথা শুনেছেন? না শুনলে পড়ুন প্রতিবেদনটি

টিকিট ছাড়া রেল যাত্রা বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনলাইন মাধ্যম, কাগজবিহীন টিকিটিং, ডিজিটাল বিপ্লব এবং পরিবেশগত স্থায়িত্বকে এগিয়ে নিতে রেলওয়ের পক্ষ থেকে এটি একটি বিশেষ উদ্যোগ।

________

Latest news

Related news