বোলপুর: গত চারদিন ধরে টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আবারও জলের তলায় ৫১পীঠের কঙ্কালীতলা। রবিবার রাত থেকেই মন্দিরের কাছে কোপাই নদীর জলস্তর বাড়তে থাকে। এদিকে তারাপীঠ মহাশ্মশানও জলের তলায়।
বোলপুরের বিডিও পরিস্থিতি খতিয়ে দেখেন। শান্তিনিকেতন স্টেশনের পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত এক মাসে কঙ্কালিতলা মন্দিরের চত্বর দ্বিতীয়বারের মতো জলের তলায় তলিয়ে গিয়েছে। শুধু মন্দির এলাকা নয়। আশপাশের বেশ কয়েকটি গ্রামও প্লাবিত হয়েছে।
অতিবৃষ্টির কারণে শান্তিনিকেতন থেকে কসবা ও পাড়ুইয়ের সংযোগকারী গোয়ালপাড়া সেতুটি ডুবে গেছে। এতে পরিবহন সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন বিকল্প ব্যবস্থা নিচ্ছে। এদিকে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। তারাপীঠ শ্মশানও প্লাবিত হয়েছে এবং কিছু এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে গেছে। ক্ষতিগ্রস্ত সাধু ও ভক্তদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রোদ দেখা যেতে পারে। আশা করা হচ্ছে, এরপর পরিস্থিতির উন্নতি হবে।
________