HomeপাঁচমিশালিGoodbye: কোথাও যাওয়ার সময় ‘টাটা’ বলা হয়? কেন? কোথা থেকে এলো এই...

Goodbye: কোথাও যাওয়ার সময় ‘টাটা’ বলা হয়? কেন? কোথা থেকে এলো এই শব্দ?

কাউকে বিদায় জানানোর সময় আমি সবসময় সবার আগে বলি 'টাটা বাই-বাই'

তারকেশ্বর TV: কাউকে বিদায় জানানোর সময় আমি সবসময় সবার আগে বলি ‘টাটা বাই-বাই’। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন আমরা ‘টাটা’ শব্দটি বলি? কোথা থেকে এবং কখন এই শব্দের উৎপত্তি? এমনকি শিশুরাও সবকিছুর আগে এই শব্দটি শেখে। কিন্তু অনেকেই এর অর্থ জানেন না।

আরও পড়ুন: অপ্রত্যাশিত বিস্ময়ের সম্মুখীন হন রচনা ব্যানার্জী

আরও পড়ুন: ট্রু কলারের নতুন এই বৈশিষ্ট্য আপনাকে ভাবাবেই। জানেন কি সেটা?

তবে এই শব্দটির উৎপত্তি কোথা থেকে এসেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ‘কোরা’ (Quora) তে একজন ব্যবহারকারী এর অর্থ জানতে চেয়েই বেশ কিছু অজানা তথ্য বের করেছেন। যেমন এক নেটিজেন জানিয়েছেন, এই শব্দের প্রথম ট্রেন্ড ঘটেছিল মানুষের মুখে। তবে এর কোনো বিশেষ অর্থ নেই। আবার আরেক নেটিজেন জানিয়েছেন, এটা মোটেও শব্দ নয়, বরং ভুল।

আরও পড়ুন: কথা নয় শুধু গুন গুন করলেই হবে। গান খুঁজে দেবে ইউটিউব? আজব ব্যপার…

আরও পড়ুন: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?

‘টাটা’ শব্দটি কোনও আঞ্চলিক ভাষা থেকে উদ্ভূত হতে পারে। কেউ কেউ বলেন, ব্রিটিশরা ভারতীয় নারীদের ডাকার এই শব্দটি ব্যবহার করত। তবে এই তথ্যের যথার্থতা অনিশ্চিত। এই শব্দটি উর্দু ভাষা থেকেও এসেছে এমনও বলা হয়, যার অর্থ ‘আবার দেখা হবে’ বা ‘বিদায়’। ধারণা করা হয়, ১৮২৩ সালে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়।

________

Latest news

Related news