তারকেশ্বর TV: কলকাতা মেট্রোয় টিকিট কাটতে গেলে খুচরো টাকার অভাবে বারবার সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই সমস্যা মেটাতে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবস্থা চালু করছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে যে কোনও ইউপিআই অ্যাপ ব্যবহার করা যাবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)-এর সহায়তায় ইউপিআই টিকিটিং সিস্টেম সফলভাবে পরীক্ষা করা হয়েছে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই ব্যবস্থাটি পরীক্ষা করে দেখেন। গ্রিন লাইনে ইউপিআই-এর মাধ্যমে টিকিটিং ব্যবস্থা সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হয়েছে।
আরও পড়ুন: ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আশঙ্কা কি তবে সত্যি হবে?
কিভাবে কাজ করবে UPI টিকিটিং সিস্টেম?
১) যাত্রীরা প্রথমে কাউন্টারে গিয়ে তাদের গন্তব্য স্টেশন নির্ধারণ করবেন।
২) এরপর, ডুয়েল ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত QR কোডটি তাদের স্মার্টফোন ব্যবহার করে স্ক্যান করতে হবে।
৩) পেমেন্টের জন্য যেকোনো UPI অ্যাপ ব্যবহার করা যাবে।
৪) লেনদেন সফল হলে, যাত্রীরা QR কোড সহ একটি টিকিট পাবেন।
৫) এই টিকিটটি ব্যবহার করে তারা মেট্রোতে প্রবেশ ও যাত্রা করতে পারবেন।
আরও পড়ুন: অস্ত্র পাঠাচ্ছে ভারত। জানতে পেরে যা করল এই দেশ
এমনকি যাত্রীরা এই পদ্ধতি ব্যবহার করে তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে সক্ষম হবেন। ইউপিআই টিকিটিং সিস্টেম চালু হলে যাত্রীদের আর নগদ টাকা বহনের ঝামেলা নিয়ে চিন্তা করতে হবে না। এতে টিকিট কেনার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। কয়েকটি সফল ট্রায়ালের পর এই পদ্ধতি পুরোপুরি বাস্তবায়িত হবে। প্রাথমিকভাবে, এই সিস্টেমটি গ্রিন লাইনে সক্রিয় করা হবে এবং ধীরে ধীরে ব্লু লাইনেও প্রসারিত করা হবে। ইউপিআই টিকিটিং সিস্টেম চালু হলে কলকাতা মেট্রোর যাত্রীরা অনেক সুবিধা পাবেন। এই পদ্ধতি যাত্রীদের অহেতুক ঝামেলা থেকে মুক্তি দিয়ে টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করবে।
________