তারকেশ্বর TV: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। ঝড়ে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হচ্ছে। এবার হাওড়া-বর্ধমান মেন লাইন ও চন্দননগরের মাঝে দেবীপুর এলাকায় নামল ধস। বৃহস্পতিবার লাইন ৩-এর কাছে মাটি ধসে পড়ে। প্রাথমিকভাবে ভারী বৃষ্টিপাতের কারণেই এই ধস বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন]: দিল্লি মেট্রোতে হাতাপাই কাণ্ড। চপ্পল খুলে মারল গালে!
TV9 বাংলার খবর অনুযায়ী, বৃহস্পতিবার দিনরাত বৃষ্টি হচ্ছে। কখনও মাঝারি, কখনও ভারী বৃষ্টি। এর জেরে আপ লাইনের কাছে মাটি ধসে পড়ে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, মাটি ধসের কারণে রেললাইনের নিচে পড়ে থাকা স্লিপারগুলো গড়িয়ে নিচে নেমে গেছে। রেললাইনের পাশেই রয়েছে একটি পুকুর। বৃষ্টি বেশি হলে রেললাইনের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
[আরও পড়ুন]: ট্রেনে যাতায়াত করেন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?
গতকাল রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। চুচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস থামিয়ে দেন তাঁরা। কিছু চেকিংয়ের পরে, রক্ষণাবেক্ষণ কর্মীরা একটি ফিট শংসাপত্র জারি করে, ট্রেনটি ছেড়ে যাওয়ার অনুমতি দেয়। রাত ৯টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ১৭ মিনিট পর্যন্ত ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং ওই সময় তৃতীয় লাইনে কোনও ট্রেন চলাচল করেনি। সকাল থেকেই মেরামতিতে ব্যস্ত সময় পার করছেন রেলকর্মীরা।
_______