Homeদক্ষিণবঙ্গশীতের ঘনঘটা কমবে। বৃষ্টি শুরু রাজ্যে

শীতের ঘনঘটা কমবে। বৃষ্টি শুরু রাজ্যে

বৃষ্টি থামার পর তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দিচ্ছে না

মোটামুটি শীতের মধ্য দিয়ে শুরু হয়েছে হালকা বৃষ্টি। বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। বৃষ্টি থামার পর তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর বায়ু অফিস। বরং শীতের হাওয়া সরে গেছে বলে উল্লেখ করেন তারা। পুবের হাওয়া এসে গেছে। তাই শীতের মতো মনে হলেও আসলে শীত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি কেটে গেলে তাপমাত্রা কতটা কমবে তা এখনও অনিশ্চিত।

এই অপ্রত্যাশিত বৃষ্টির কারণে সব্জির উপর প্রভাব পড়তে পারে। রবি শস্য ও  পেঁয়াজের ক্ষতি হবে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে, যার ফলে সমুদ্র থেকে আমাদের রাজ্যে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসেছে। এর ফলে বেশি বৃষ্টিপাত হচ্ছে। সম্ভবত আজই ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। উত্তর-পশ্চিম ভারত থেকে আসা হিমশীতল বাতাস এই কারণে পৌঁছাতে সক্ষম নাও হতে পারে। তিনটি পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির।  ৩ ফেব্রুয়ারি ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই সব কারণে খুব বেশি ঠান্ডা আবহাওয়া থাকবে না।

এই মুহূর্তে

আরও পড়ুন