তারকেশ্বর TV: ভোটের মরশুমের মাঝেই দারুণ খবর! মে মাসের প্রথম দিন থেকে রান্নার জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একধাক্কায় অনেক কমে গেছে। আজ থেকে শুরু করে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে আগের তুলনায় একটু কম টাকা খরচ করতে হবে। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কলকাতায় সিলিন্ডার পিছু ২০ টাকা কমেছে। শুধু কলকাতাই নয়, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরগুলিতেও কমেছে এলপিজি রান্নার গ্যাসের দাম। কলকাতা-সহ একাধিক জায়গায় নতুন গ্যাসের দাম কতটা কমেছে দেখে নিন।
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১ মে পর্যন্ত ১,৮৭৯ টাকা থেকে কমে হয়েছে ১,৮৫৯ টাকা। দিল্লিতে একই সিলিন্ডারের দাম এখন ১,৭৪৫.৫ টাকা। যা এপ্রিলে ছিল ১,৭৬৪.৫ টাকা। কমেছে ১৯ টাকা।
ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, বর্তমানে মুম্বাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১,৬৯৮.৫ টাকা। এপ্রিলে যা ছিল ১,৭১৭.৫ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৩০ টাকা। আজ তা ১,৯১১ টাকা। তাই এখানে প্রতিটি সিলিন্ডারের দামও কমেছে ১৯ টাকা।
গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বদল না হলেও কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ৮২৯ টাকা। দিল্লিতে এর দাম পড়বে ৮০৩ টাকা। মুম্বইয়ে তা হবে ৮০২.৫ টাকা। আর চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৮১৮.৫ টাকা।
________