HomeপাঁচমিশালিLuxury Trains in India: ভারতেই রয়েছে এমন ট্রেন। যার ভাড়ায় তৈরি হয়ে...

Luxury Trains in India: ভারতেই রয়েছে এমন ট্রেন। যার ভাড়ায় তৈরি হয়ে যাবে আস্ত বাড়ি

ট্রেনগুলির ভাড়া ১০ লক্ষ টাকা ছাড়িয়ে যায়

তারকেশ্বর TV: ভারতের বেশিরভাগ নাগরিক বিভিন্ন কারণে ট্রেনে ভ্রমণ করেন। যদিও ট্রেনের ভাড়া সাধারণত পরিবহনের অন্যান্য মাধ্যমের চেয়ে কম হয়, তবুও কিছু লোক এখনও টিকিটের দাম নিয়ে প্রশ্ন তোলেন। মজার বিষয় হল, ভারতে চারটি বিলাসবহুল ট্রেন (Luxury Trains in India) রয়েছে যেখানে একটি টিকিটের খরচ দিয়ে একটি পুরো বাড়ি তৈরি করা যেতে পারে। এই ট্রেনগুলির ভাড়া ১০ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, আবার কিছু ট্রেনের ভাড়া ৪ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে।

১. মহারাজাস এক্সপ্রেস

ভারতীয় রেলের অন্যতম বিলাসবহুল ট্রেন হল মহারাজাস এক্সপ্রেস (Maharajas Express)। আইআরসিটিসি দ্বারা পরিচালিত এই ট্রেনটি অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত চলে।

[আরও পড়ুন]: আমার মা হওয়ার সময় হয়েছে। কিন্তু লোকে আমাকে যে বদনাম দিয়েছে, তাতে আমার পক্ষে বিয়ে করাই…

[আরও পড়ুন]: ইন্সটাগ্রাম স্টোরিতে এবার যুক্ত হচ্ছে নতুন কমেন্ট ফিচার।উৎসুক ইউজাররা

[আরও পড়ুন]: এবার আরজি কর নিয়ে বিরাট সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের।

এটি দিল্লি থেকে শুরু করে রাজস্থানের ১২ টি গন্তব্যে ভ্রমণ করে। ট্রেনটিতে ১২টি কোচ থাকলেও মাত্র ৮৮ জন যাত্রী ধারণ করতে পারে। ডিলাক্স কেবিনের জন্য জনপ্রতি খরচ ২.৮০ লক্ষ টাকা সহ এই যাত্রা চার দিন তিন রাত স্থায়ী হয়। প্রেসিডেন্সিয়াল স্যুট বুকিং করতে খরচ হয় প্রায় ১২,৯০০ ডলার, যা প্রায় ১০.৮৩ লক্ষ টাকা বা তারও বেশি। এই ট্রেনের যাত্রীরা রাজপরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারেন। এছাড়াও জয়পুরে হাতির পোলো ম্যাচ এবং অন্যান্য গন্তব্যস্থলগুলির মধ্যে খাজুরাহো মন্দির পরিদর্শন করার মতো ক্রিয়াকলাপে অংশ নিতে পারেন।

[আরও পড়ুন]: খুব তাড়াতাড়ি পৃথিবীতে ২৫ ঘণ্টায় এক দিন হবে। কেন জানলে চমকে যাবেন

২. প্যালেস অন হুইলস

রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত বিলাসবহুল হেরিটেজ ট্রেনের নাম প্যালেস অন হুইলস (Palace on Wheels)। এই ট্রেনটি ১৯৮২ সাল থেকে চালু রয়েছে। এটি দিল্লি থেকে ছেড়ে দিল্লি ও রাজস্থানের বিভিন্ন শহরে ভ্রমণ করে। এই ট্রেনে ভ্রমণ করতে গেলে একজন যাত্রীকে টিকিটের জন্য কমপক্ষে ৩,৬৩,৩০০ টাকা খরচ করতে হবে।

[আরও পড়ুন]: স্মার্ট গ্লাসে ‘বিপ্লব’ আগের অভিজ্ঞতা ভুলে যান

৩. ডেকান ওডিসি

প্যালেস অন হুইলসের আদলে মহারাষ্ট্রের পর্যটন শিল্পকে বাড়িয়ে তুলতে ডেকান ওডিসি (The Deccan Odyssey) ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনটি মুম্বাই থেকে ছেড়ে যায় এবং যাত্রীদের রত্নগিরি এবং সিন্ধুদুর্গ সহ দশটি জনপ্রিয় গন্তব্যস্থলে ভ্রমণে নিয়ে যায়। ডিলাক্স কেবিনে ভ্রমণ করতে যাত্রীদের জনপ্রতি ৪,৭৬,৮৬৯ টাকা খরচ হয়। আবার প্রেসিডেন্সিয়াল স্যুট ভাড়া নিতে যাত্রীদের খরচ হয় ১০,৩২,৪৫০ টাকা।

[আরও পড়ুন]: চাঁদে বিপুল জলের সন্ধান। ISRO নয়া তথ্যে তুমুল শোরগোল

৪. গোল্ডেন চ্যারিয়ট

ভারতীয় রেলওয়ে গোল্ডেন চ্যারিয়ট (Golden Chariot) নামে আরেকটি রাজকীয় ট্রেন পরিচালনা করে। এই ট্রেনটি দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে। সাত রাতের যাত্রার ভাড়া ১ লাখ ৮২ হাজার টাকা। এটি দক্ষিণ ভারতের গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরির মধ্য চলাচল করে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন