Homeদেশ"স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌনসম্পর্ক ধর্ষণ নয়", জানাল হাইকোর্ট

“স্ত্রীর সঙ্গে জোরপূর্বক যৌনসম্পর্ক ধর্ষণ নয়”, জানাল হাইকোর্ট

স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলে গণ্য করা যায় না

তারকেশ্বর TV: মধ্যপ্রদেশ হাইকোর্টের পর্যবেক্ষণে স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলে গণ্য করা যায় না। এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেও তাঁর এফআইআর খারিজ করে দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, যেহেতু ওই নারীর সঙ্গে বিয়ে হয়েছে, সেহেতু জোরপূর্বক বা অপ্রাকৃতিক কোনো যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে বিবেচিত হবে না।

জানা গিয়েছে, ওই মহিলার অভিযোগ, তাঁর স্বামী জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী মহিলার অভিযোগ, তাঁর স্বামী তাঁকে একাধিকবার পায়ুসঙ্গমে লিপ্ত হতে বাধ্য করেছেন। তবে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু অভিযোগকারীর বয়স ১৫ বছরের কম নয়, তাই সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপিত হলেও তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না।

মধ্যপ্রদেশ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের তরফে বিচারপতি জিএস আলুওয়ালিয়া বলেন, “এই রায়ে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে যদি কোনও স্বামী তাঁর আইনত বিবাহিত স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপন করেন, তবে তা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অপরাধ হিসাবে বিবেচিত হবে না। অভিযোগের ধরন যাই হোক না কেন”।

আদালতের রায়ে বলা হয়েছে, “বৈবাহিক ধর্ষণ এখনও অপরাধ হিসেবে স্বীকৃত নয়। তাই ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করা হয়েছে”।

________

Latest news

Related news