তারকেশ্বর TV: অরুণা শানবাগের উপর হামলার পাঁচ দশক পরেও মহিলারা এখনও কর্মক্ষেত্রে সুরক্ষিত নন। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ২০২৪ এর আরজি করের ঘটনা। ১৯৭০-এর দশকে মুম্বইয়ের কেইএম হাসপাতালের বেসমেন্টে নার্স অরুণাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল এবং ভয়াবহ নির্যাতনের কারণে ৪২ বছর কোমায় ছিলেন।
[আরও পড়ুন]: প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে ঐশ্বরিয়া রাই। চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন
[আরও পড়ুন]: অভিনয়ের ইচ্ছে নেই! বচ্চনের নাতনির হল টা কি? পড়ুন
গত ৮ আগস্ট আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ক্ষোভের জবাবে যৌন নির্যাতনের কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে ‘অপরাজিতা’ বিল আনতে চলেছে মমতা ব্যানার্জী সরকার।
কি হয়েছিল ১৯৭৩ সালের নভেম্বরে?
১৯৭৩ সালের নভেম্বর মাস। শিফট শেষ করে পোশাক বদলানোর জন্য মুম্বইয়ের কেইএম হাসপাতালের বেসমেন্টে যান নার্স অরুণা। সেখানেই হাসপাতালের এক সাফাইকর্মী তাঁর উপর হামলা চালায়। গলায় কুকুর বাঁধার চেন জড়িয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছিল। গলায় চেন দেওয়ার কারণে দীর্ঘক্ষণ মস্তিষ্কে রক্ত পৌঁছয়নি অরুণার। দৃষ্টিশক্তি হারান তিনি। বাকি ৪২টি বছর তাঁর…
[আরও পড়ুন]: অপ্রত্যাশিত বিস্ময়ের সম্মুখীন হন রচনা ব্যানার্জী
[আরও পড়ুন]: খুব তাড়াতাড়ি পৃথিবীতে ২৫ ঘণ্টায় এক দিন হবে। কেন জানলে চমকে যাবেন
…কেটেছিল ওই হাসপাতালেরই চার নম্বর ওয়ার্ডে শুয়ে। ২০০৯ সালে পিঙ্কি নামে এক লেখিকা ও সাংবাদিক অরুণার নিষ্কৃতিমৃত্যুর জন্য আদালতের দ্বারস্থ হন। যদিও সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল, তবে অরুণার মামলার সৌজন্যে ভারতে স্বেচ্ছামৃত্যু নিয়ে আলোচনা শুরু হয়েছিল। দুঃখজনক ব্যাপার হল, ওই ঘটনার অভিযুক্ত সোহন লাল সিং আইনের ফোকর গলে ১৯৮০ সালে মুক্তি পেয়ে যায়। মাত্র ৭ বছর কারাগারে কাটিয়েছিলেন।
________