HomeকলকাতাWBSEDCL: ইলেকট্রিক বিলে বিরাট ছাড়। নতুন প্রকল্প আছে মমতা ব্যানার্জী সরকার

WBSEDCL: ইলেকট্রিক বিলে বিরাট ছাড়। নতুন প্রকল্প আছে মমতা ব্যানার্জী সরকার

মানুষকে স্বস্তি দিতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার

তারকেশ্বর TV: গরম আবহাওয়া থামার কোনও লক্ষণ নেই। জুলাই প্রায় শেষ। গরম থেকে বাঁচতে ফ্যান ও এয়ার কন্ডিশনার অতিরিক্ত সময় কাজ করছে। ফলে বাড়ছে বিদ্যুৎ বিল। সাধারণ মানুষ বিলের টাকা দিতে হিমশিম খাচ্ছেন। কিন্তু এবার সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার।

[আরও পড়ুন]: একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। জানাল পূর্ব রেল।

[আরও পড়ুন]: ঝুড়ি ঝুড়ি পেইন কিলার খাচ্ছেন? ঘনিয়ে আসবে মৃত্যু!

গরিবদের সাহায্য করতে বিদ্যুৎ বিল কমাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। গরিবদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই প্রকল্পের নাম ‘হাসির আলো প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড় দেবার চিন্তা ভাবনা নিয়েছে সরকার।

[আরও পড়ুন]: কমবে ব্রণ, উজ্জ্বল হবে ত্বক। রসুন খেলেই হবে ম্যাজিক।

হিসাব অনুযায়ী, নতুন প্রকল্পের ক্ষেত্রে ৫১ থেকে ১০০ ইউনিট প্রতি ইউনিটে ১৮৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে সকলেই এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না এবং কেবলমাত্র বিপিসিএল কার্ডধারীরা এই সুবিধা পাবেন।

আরও একটি পরিবর্তন হল –

[আরও পড়ুন]: পরীক্ষায় কেউ লিখেছে লাভ লেটার। কারো আবার নম্বর পাবার আর্জি

[আরও পড়ুন]: বৃহন্নলাদের মৃতদেহ রাতে সৎকার করা হয় কেন জানেন?

বিদ্যুৎ বন্টন পর্ষদ ওরফে WBSEDCL গ্রাহকদের ৩ মাসের বিল একসঙ্গে পাঠান হত। এবার সেই নিয়মও আসছে বিরাট বদল। তিন মাস অন্তর অন্তর যে বিদ্যুতের বিল আসত সেটা কমিয়ে প্রতি মাসে বিল আসবে গ্রাহকদের কাছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন