HomeবিনোদনBollywood: অবশেষে মাদক মামলা থেকে রেহাই পেলেন জনপ্রিয় অভিনেত্রী

Bollywood: অবশেষে মাদক মামলা থেকে রেহাই পেলেন জনপ্রিয় অভিনেত্রী

মাদক পাচারের মামলায় জড়িয়ে পড়ে তার নাম

তারকেশ্বর TV: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নির কথা হয়তো অনেকেরই মনে আছে। ২০১৬ সালে একটি মাদক পাচারের মামলায় জড়িয়ে পড়ে তার নাম। অবশেষে আট বছর পর এই পুরনো মামলা থেকে বেকসুর খালাস পেলেন মমতা।

১৯৯২ সালে রাজ কুমার ও নানা পাটেকরের সঙ্গে ‘তিরঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন মমতা কুলকার্নি। নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ওয়াক্ত হামারা হ্যায়’, ‘ক্রান্তিবীর’, ‘সবসে বড়া খিলাড়ি’র মতো হিট ছবি দিয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি।

[আরও পড়ুন]: কেন্নোর উপদ্রবে নাজেহাল? এই তেলের যাদুতে কেন্নো হবে গায়েব

[আরও পড়ুন]: বিষধর সাপ তাড়া করলে কিভাবে রেহাই পাবেন। জানুন বিজ্ঞান আর ব্রেনের কাজ

কিন্তু একটা সময় রুপোলি পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ১২ এপ্রিল মাদক পাচার মামলায় ১০ জন অভিযুক্তের নামও উঠে আসে মমতার সঙ্গে।

পুলিশের অ্যান্টিনারকোটিক্স বিভাগ, স্টেশনে থাকা দুটি গাড়ি থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের ২-৩ কেজি এফিড্রিন বাজেয়াপ্ত করে। এই ঘটনায় মূল হিসেবে গ্রেফতার করা হয় অভিনেত্রীর স্বামী ভিকি গোস্বামীকে। পুলিশের অভিযোগ, কেনিয়ার একটি হোটেলে সঙ্গী ভিকি ও অন্যান্য অভিযুক্তদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মমতা কুলকার্নি। ২০১৭ সালে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ভিকি গোস্বামীকে গ্রেফতার করে।

[আরও পড়ুন]: বাজারে আসছে Nisaan X-trail। চাপে ফরচুনার এবং Toyota Fortuner Legend

[আরও পড়ুন]: চর্চায় রয়্যাল এনফিল্ড গেরিলা, ভারতে আসছে কবে?

মমতা কুলকার্নি আদালতকে জানিয়েছিলেন যে তাকে মাদক পাচারের মামলায় ফাঁসানো হয়েছে। ২০১৮ সালে এই বলিউড অভিনেত্রী তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত খারিজ করার জন্য আদালতে আবেদন করেছিলেন।

মমতার আবেদনপত্রে বলা হয়েছে যে ভিকির সাথে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে এবং তার ভিত্তিতে তাকে অপরাধী বলা যায় না। অবশেষে মমতা কুলকার্নির বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। উপযুক্ত প্রমাণের অভাবে মমতা কুলকার্নির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ হয়ে গিয়েছে বলে জানিয়েছে আদালত। আদালতে মমতার বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করেনি পুলিশ। অবশেষে এই মামলা থেকে বেকসুর খালাস পেলেন মমতা কুলকার্নি।

________

এই মুহূর্তে

আরও পড়ুন