তারকেশ্বর TV: টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার ৮৬ বছর বয়সে মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সুরাটের এক জুয়েলারি শিল্পী ১১,০০০ হিরে দিয়ে একটি বিশেষ প্রতিকৃতি (Ratan tata’s Diamond portrait) তৈরি করেছেন। এই শিল্পকর্মটি সম্পন্ন করতে দুই বছরেরও বেশি সময় লেগেছে। এবং এটি বর্তমানে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এটি রতন টাটার নেতৃত্ব এবং দাতব্য কাজের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।
রতন টাটা, যিনি টাটা গ্রুপের একজন খ্যাতনামা নেতা হিসেবে ৩০ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে তিনি প্রয়াত হন। মৃত্যুর আগে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। তার প্রতি সম্মান প্রদর্শন করতে সুরাটের একজন শিল্পী হিরে দিয়ে তার প্রতিকৃতি নির্মাণ করেছেন। যা সম্ভবত বিশ্বের বৃহত্তম হিরের প্রতিকৃতি হিসেবে গণ্য হচ্ছে।
[আরও পড়ুন]: লুচিতে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। লুকিয়ে বাড়ছে বিপদ
[আরও পড়ুন]: Stop Smoking: মারণ অভ্যাস ধূমপান। ছাড়ুন এই ৫ টি ঘরোয়া উপায়ে
শিল্পী টাটার “দূরদৃষ্টি, নেতৃত্ব এবং দাতব্য কার্যক্রম” থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রতিকৃতি তৈরি করতে দুই বছরের বেশি সময় নিয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত প্রতিকৃতির ভিডিও ইতোমধ্যেই ৫০ লাখেরও বেশি ভিউ পেয়েছে। যা রতন টাটার প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি।
দেখুন সেই ভিডিও –
View this post on Instagram
অনলাইনে এই প্রতিকৃতির প্রতি ব্যাপক প্রশংসা দেখা গেছে। কিছু জন কমেন্ট করে বলেছেন, “সব হিরে মিলিয়ে তৈরি হয়েছে আসল হিরের ছবি… ভারতের কোহিনূর।” আরেকজন বলেছেন, “এই ১১,০০০ হিরেও সেই এক হিরেকে ধরতে পারবে না।” একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জীবিত অবস্থায় যদি এই ভালোবাসা দেখানো যেত, উনি কতটা খুশি হতেন তা কল্পনা করুন।” অনেকেই তাকে “ভারতের কোহিনূর” হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, “রতন টাটা চিরকাল পুরো ভারতবর্ষের হৃদয়ে থাকবেন, একজন মহৎ ব্যক্তি, গরিবের ত্রাতা।”
________