বাঁকুড়া: চলন্ত মোটরসাইকেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে, যার ফলে আরোহীর মৃত্যু হয়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার লাপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জয়দেব মণ্ডল। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অনেকই মনে করছেন, বিস্ফোরক বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
[আরও পড়ুন]: জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো জার ভেঙে ফেলল। তারপর যা হল
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আওয়াজ শান্ত হওয়ার পর লাপাহাড়ি মোড়ে স্থানীয় ব্যবসায়ীরা বাইরে এসে দেখেন, বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়কের একপাশে একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়েছে। মোটরসাইকেল আরোহী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছিলেন এবং ব্যবসায়ীরা তাকে স্থানীয় বাসিন্দা ৫২ বছর বয়সী জয়দেব বলে চিনতে পারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়দেবের একটি পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। স্থানীয়দের সহায়তায় শালতোড়া থানার পুলিশ জয়দেবকে উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন]: ময়ূরের পালকের কামাল। এই কাজ করলেই বদলে যাবে জীবন
বিস্ফোরণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। লাহাপাহাড়ি গ্রামের বাসিন্দা সুকুমার মান্ডি বলেন, “শুক্রবার রাতে রাতের খাবার খেয়ে ঘুমোচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ হয়। কী কারণে এমনটা হয়েছে তা বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গেলাম। সকালে বাইরে পা রেখেই দেখি পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে”। লাহাপাহাড়ির স্থানীয় চিকিৎসক শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, “জয়দেব মণ্ডল আমার গ্রামে থাকেন। শুক্রবার রাতে টিভি দেখার সময় বিকট শব্দ শুনতে পাই। পরে জানতে পারি বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। আমি জানি না এটা কীভাবে ঘটল”।
________