Homeব্যাঙ্কিংBank fraud: অ্যাকাউন্ট চালুর নামে বারবার ফোন! OTP দিতেই উধাও টাকা

Bank fraud: অ্যাকাউন্ট চালুর নামে বারবার ফোন! OTP দিতেই উধাও টাকা

অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য বারবার ফোন করছে ব্যাঙ্ক!

তারকেশ্বর TV: বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য বারবার ফোন করছে ব্যাঙ্ক! তারা ওটিপি শেয়ার করার জন্য পীড়াপীড়ি করতে থাকে এবং অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫০ হাজার টাকা। ভুক্তভোগী বুঝতে পেরেছেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন এবং এটি পুলিশকে জানিয়েছেন। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: চুল ঝড়ে যাচ্ছে? টাক? রান্না ঘরেই আছে সমাধান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের ১ নম্বর ব্লকের বাসিন্দা নসরতপুর মধ্যপাড়া দুই ছেলেকে নিয়ে শাড়ির ব্যবসা করছেন। কালনার একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। তাঁর দাবি, ওই অ্যাকাউন্টে কয়েক হাজার টাকা থাকলেও দীর্ঘদিন লেনদেন করতে না পারায় অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে দু’বার ব্যাঙ্কে গিয়েও বৃদ্ধ তারাপদবাবুর অভিযোগের কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুন: ত্বকের ৫ সমস্যা এক সমাধান। অ্যালোভেরা

পরবর্তীতে ব্যাংকের নাম করে তাকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য ফোন আসে। ওটিপি যায় তারাপদবাবুর মোবাইলে। নিজের অজান্তেই ফোনে ওটিপি শেয়ার করেন বৃদ্ধের বউমা। এরপর ২৭ ও ২৮ মে অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার ৫০০ টাকা তুলে নেওয়ার মেসেজ পান তারা। এতে স্পষ্ট বোঝা যায় তারা প্রতারণার শিকার হয়েছেন। এ বিষয়ে ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। মজার ব্যাপার হলো, এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ, প্রশাসন, এমনকি ব্যাংকও বারবার এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে। তা সত্ত্বেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

_______

এই মুহূর্তে

আরও পড়ুন