HomeপাঁচমিশালিTrain Viral Video: লাইনে মাথা রেখে ‘মরণ ঘুম’! পাইলট ট্রেন নিয়ে যা...

Train Viral Video: লাইনে মাথা রেখে ‘মরণ ঘুম’! পাইলট ট্রেন নিয়ে যা করলেন। দেখলে অবাক হবেন

ট্রেনে কেউ একজন ঘটনাটি রেকর্ড করেন

তারকেশ্বর TV: এই ঘুম দেখে মরণ ঘুম বলা যথাযথই হবে। রেলের স্লিপারকে বালিশ হিসেবে ব্যবহার করে দুই রেললাইনের মাঝখানে সিমেন্টের স্ল্যাবের ওপর ঘুমাচ্ছেন এক ব্যক্তি। স্বর্গে যাওয়ার সিঁড়ির নিচে যেন সে ছাতা নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ছে। এটিই তার জীবনের শেষ ঘুম হতে পারত। তবে ট্রেন চালককে ধন্যবাদ। তার জন্যই এই “ভাগ্যবান” ব্যক্তি আরও কয়েক রাত ঘুমাতে পারবে। ‘কুম্ভকর্ণ’-এর কথা মনে করিয়ে দেওয়া এই দুঃসাহসী ঘুমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Search Special image

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রোদ থেকে নিজেকে রক্ষা করতে ছাতা ব্যবহার করে লাইনের উপর মাথা রেখে রেললাইনের উপর আরাম করে ঘুমাচ্ছেন। একই লাইন ধরে একটি ট্রেন এগিয়ে আসছিল। ওই ব্যক্তিকে ঘুমিয়ে থাকতে দেখে চালক প্রথমে হর্ন বাজালেও তার ঘুম ভাঙেনি।

[আরও পড়ুন]: অবশেষে মাদক মামলা থেকে রেহাই পেলেন জনপ্রিয় অভিনেত্রী

শেষ পর্যন্ত চালক ইমার্জেন্সি ব্রেক প্রয়োগ করে ওই ব্যক্তির থেকে কিছুটা দূরে ট্রেনটি থামাতে সক্ষম হন। হর্ন বাজালেও তিনি যখন উঠছেন না, তখন চালকের সন্দেহ হয়। ট্রেন থেকে নেমে ব্যক্তির গায়ে হাত দিয়ে ডাকতেই চমকে উঠে বসলেন তিনি।

[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়

দেখুন সেই ভিডিও –

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে কিছুটা দূরে ছাতার তলায় শুয়ে থাকা এক ব্যক্তির দিকে এগিয়ে আসছেন এক ট্রেন চালক। ট্রেনে কেউ একজন ঘটনাটি রেকর্ড করেন। ওই ব্যক্তিকে ডাকার পর ট্রেন চলতে থাকে। এদিকে, এই অস্বাভাবিক ঘুমের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নেটিজেনদের কাছ থেকে হাস্যকর মন্তব্যের ঝড় উঠেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এই  পাইলটকে যমরাজ কখনই ক্ষমা করবেন না। আরেকজন প্রশ্ন তুলেছেন, “আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ওই ব্যক্তি দুর্ঘটনাবশত ঘুমিয়ে পড়েছিলেন কি? তবে ছাতা কেন”? কেউ বলেছেন, “আজ হয়তো যমরাজদের ছুটি, নইলে এতক্ষণে স্বর্গে চলে যেতেন”। আবার কেউ কেউ ওই ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন।

________

এই মুহূর্তে

আরও পড়ুন