HomeপাঁচমিশালিDevika Saraf: ২৪ বছরেই সিইও। ১০০০ কোটি কোম্পানির মালিক। চেনেন এই মহিলাকে?

Devika Saraf: ২৪ বছরেই সিইও। ১০০০ কোটি কোম্পানির মালিক। চেনেন এই মহিলাকে?

আজ, ভিইউ টেলিভিশন বিশ্বের শীর্ষস্থানীয় টিভি ব্র্যান্ড

তারকেশ্বর TV: ভিইউ গ্রুপের (Vu Group) প্রতিষ্ঠাতা ও সিইও দেবিতা সরাফ (Devita Saraf) মাত্র ২৪ বছর বয়সে নিজের কোম্পানি শুরু করেন। আজ, ভিইউ টেলিভিশন বিশ্বের শীর্ষস্থানীয় ভারতীয় মালিকানাধীন টিভি ব্র্যান্ড হিসেবে পরিচিত। যা ৩০ লক্ষেরও বেশি টিভি বিক্রি করেছে এবং ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে। ২০২০ সালে, হুরুন রিপোর্ট তাঁকে স্বনির্মিত ধনী নারীদের মধ্যে ৪০-এর নিচে সবচেয়ে ধনী ভারতীয় নারী হিসেবে ঘোষণা করে। ফর্চুনের শীর্ষ ৫০ শক্তিশালী নারীর তালিকাতেও তাঁর নাম উঠে আসে। আর ফোর্বস তাঁকে ‘ভারতের মডেল সিইও’ বলেও অভিহিত করে।

Search Special image

দেবিতা সরাফ ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার প্রাক্তন শিক্ষার্থী এবং জেনিথ কম্পিউটারের প্রাক্তন চেয়ারম্যান রাজকুমার সরাফের কন্যা। তিনি ছোট থেকেই ব্যবসায়িক পরিবেশে বেড়ে ওঠেন এবং ২১ বছর বয়সেই মুম্বাইয়ে মার্কেটিং ডিরেক্টর পদে উন্নীত হন।

[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়

[আরও পড়ুন]: কিভাবে ঝাট দেবেন ঘর? কোন ছবি রাখলে হবে উন্নতি? বাস্তুর এই নিয়মেই টাকার অভাব ঘুঁচবে

২০২১ সালে দেবিতা কর্মজীবী নারীদের জন্য প্রথম পারফিউম “ডাইনামাইট বাই দেবিতা সরাফ” চালু করেন। যার বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ কোভিড-১৯ পরবর্তী দাতব্য কাজে ব্যবহার করা হয়।

[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন

ভিইউ গ্রুপের শুরুর আট বছরে কিছু চ্যালেঞ্জের মধ্যেও ৩০ কোটি টাকা আয় হয়েছিল। আজ ভিইউ গ্রুপের বাজারমূল্য ১৪০০ কোটি টাকার বেশি। CEO হিসেবে কাজের পাশাপাশি, দেবিতা বিলাসবহুল ও ফ্যাশন জগতে বিশেষ পরিচিত। তাঁর সম্পদ প্রায় ১৮০০ কোটি টাকা এবং তিনি গ্লোবাল মেনসা সোসাইটির সদস্য ও একজন প্রশিক্ষিত ওড়িশি নৃত্যশিল্পী।

________

এই মুহূর্তে

আরও পড়ুন