তারকেশ্বর TV: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হতে চলেছেন। সিনেপ্রেমীদের কাছে ‘মহাগুরু’ নামে পরিচিত এই মহান অভিনেতা ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য এই বিশেষ সম্মান পাচ্ছেন। মিঠুনের কালজয়ী সংলাপ “মারবো এখানে লাশ পড়বে শ্মশানে” বা জনপ্রিয় গান “আই অ্যাম আ ডিস্কো ড্যান্সার” শুনলে তার নামই প্রথমে মাথায় আসে। সম্প্রতি তিনি রাজনীতিতে সক্রিয় থাকলেও, তাঁর অভিনয়ের দক্ষতা বলিউড এবং টলিউডে আজও সবাইকে মুগ্ধ করে রেখেছে।
[আরও পড়ুন]: ভারতের যে রাজ্যগুলিতে সবথেকে বেশি মহিলা মদ্যপান করেন
বিনোদন জগতে এই খবর নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। অনেকেই বলছেন, মহাগুরু তাঁর যোগ্য সম্মান পেয়েছেন। এর আগে বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, আশা পারেখের মতো কিংবদন্তি তারকারা এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। আর এবার সেই তালিকায় যুক্ত হলো মিঠুন চক্রবর্তীর নাম। ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০তম আন্তর্জাতিক ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরিমনি (70th International National Film Award Ceremony), যেখানে এই সম্মান তাঁকে দেওয়া হবে।
[আরও পড়ুন]: প্রেমে ধোঁকা? নেপথ্যে রয়েছে নানা অজানা কারণ
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার (Ministry of Information and Broadcasting) মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবর ঘোষণা করে জানিয়েছেন, “মিঠুন দা-এর সিনেমার যাত্রা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।” তাঁর ভক্তরা, পরিচালকরা এবং টলিউডের সবাই এই খবর শুনে বেশ আনন্দিত।
মিঠুন চক্রবর্তী এখন কলকাতায় শুটিংয়ে ব্যস্ত। ৪৮ বছর আগে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন।
[আরও পড়ুন]: এলআইসি আনছে মিউচুয়াল ফান্ড। লাভে লাভ উপভোক্তাদের
এই দুর্গাপুজোতে (Durga Puja 20204) মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় অভিনীত ছবি ‘শাস্ত্রী’ (Shastri)। পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবিতে বহু বছর পর আবার একসঙ্গে দেখা যাবে মিঠুন-দেবশ্রী জুটিকে। যা নিয়ে দর্শকরা ইতিমধ্যেই বেশ উত্তেজিত।
________