HomeহুগলীSrabani Mela: তারকেশ্বরে ভক্ত সেজে চুরির কাজ? পালিয়ে গেল একজন। ধৃত এক

Srabani Mela: তারকেশ্বরে ভক্ত সেজে চুরির কাজ? পালিয়ে গেল একজন। ধৃত এক

মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়নায় এ ঘটনা ঘটে

তারকেশ্বর TV: তারকেশ্বর থেকে রাজগীরগামী একটি বাসে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে এক যুবক। বাসের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছে মোট ২২টি ফোন পাওয়া যায়। মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়নায় এ ঘটনা ঘটে।

[আরও পড়ুন]: Truecaller: নতুন এই বৈশিষ্ট্য আপনাকে ভাবাবেই। জানেন কি সেটা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হুগলির তারকেশ্বর থেকে বিহারের রাজগীরের দিকে পুণ্যার্থীদের নিয়ে একটি বাস আসে। রায়না পুলিশ খবর পেয়েছিল যে বাসে দুই যুবক মোবাইল ফোন চুরির সাথে জড়িত ছিল।

[আরও পড়ুন]: কথা নয় শুধু গুন গুন করলেই হবে। গান খুঁজে দেবে ইউটিউব? আজব ব্যপার…

৭ নম্বর স্টেট রোডে আরামবাগ-বর্ধমানের সেহেরাবাজারের কাছে বাসটি থামলে রায়নার সেহেরাবাজার পুলিশ বাসটিকে তল্লাশি শুরু করে। পুলিশ বাসে ওঠা মাত্রই এক সন্দেহভাজন আতঙ্কিত হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। তাকে তল্লাশি করে ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে সে ফোনগুলি চুরি করেছে। পরে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। নাম লক্ষ্মণ ভাট। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমানের বারাবনির চরণপুরে।

[আরও পড়ুন]: ভুলে যাবার চিন্তা এবার ভুলে যান। এসে গেছে দ্বিতীয় ব্রেন।

[আরও পড়ুন]: এই লাল হীরা (Red Diamond) চাষ করে চাষিরা হয়ে যাছে লাখ লাখ টাকার মালিক

ধৃত মামলায় এসডিপিও (দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন, “ধৃতের কাছ থেকে মোট ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ২টি কিপ্যাড মোবাইল। তিনি আরও বলেন, ‘বাসে দুজন ছিল। কিন্তু বাসটি থামলে তাদের একজন পালিয়ে যায়। তারকেশ্বরের শ্রাবণী মেলায় প্রচুর মানুষের জমায়েত হয়। সেই ভিড়ের মধ্যে তারা মোবাইল ফোন চুরি করত। ধৃত লক্ষ্মণ ভাটকে সোমবার বর্ধমান আদালতে তোলা হবে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন