Homeবিগ ব্রেকিংMohammed Shami: দু'টি রঞ্জি ম্যাচ খেলার সম্ভাবনা মহম্মদ শামির

Mohammed Shami: দু’টি রঞ্জি ম্যাচ খেলার সম্ভাবনা মহম্মদ শামির

তারকেশ্বর TV: বাংলার হয়ে রঞ্জি ট্রফির মরশুমের প্রথম দুটি ম্যাচে খেলতে চলেছেন মহম্মদ শামি। সিএবি আগেই ঘোষণা করেছিল যে শামিকে এই মরসুমে কয়েকটি ম্যাচের জন্য উপলব্ধ করা হবে। রবিবার পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দুটি ম্যাচে তিনি অবশ্যই অংশ নেবেন।

বাংলার প্রথম ম্যাচ ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে।

সেই ম্যাচ হবে কানপুরে। সেই ম্যাচে পাওয়া যেতে পারে শামিকে।

[আরও পড়ুন]: ময়ূরের পালকের কামাল। এই কাজ করলেই বদলে যাবে জীবন

________

এই মুহূর্তে

আরও পড়ুন