তারকেশ্বর TV: সন্ত্রাসের হামলায় রক্তাক্ত মস্কো। রাশিয়ার রাজধানীর বাতাসে বারুদের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আতঙ্ক গ্রাস করেছে সাধারণ মানুষকে। সাম্প্রতিক খবরে জানা গেছে, মস্কোর একটি কনসার্ট হলে জিহাদিরা হামলা চালিয়েছে, যার ফলে শুক্রবার রাতে অন্তত ৬০ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উদ্বেগজনক তথ্য সামনে আসতে থাকে।
গতকাল মস্কোর কাছে ক্রাকাস মিউজিক হলে সন্ত্রাসী হামলা হয়। জানা গিয়েছে, ‘পিকনিক’ ব্যান্ডের গানের অনুষ্ঠান চলাকালীন দর্শকের ছদ্মবেশে কনসার্ট হলে ঢুকে পড়ে পাঁচ জঙ্গির একটি দল। কর্মসূচি শুরু হওয়ার পর তারা গোলাগুলি ও গ্রেনেড নিক্ষেপ করলে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। ভয়াবহ এই তান্ডব প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হয়। হলের ভিতরে থাকা দর্শকরা মাটিতে শুয়ে পড়েন। নিরাপত্তার খোঁজে শত শত মানুষ হলের বেসমেন্টে আশ্রয় নেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিশ্চিত করেছেন যে, এটি একটি সন্ত্রাসী হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে, এর সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততা নেই। দুঃখজনক হলেও সত্য, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেখুন সেই ভিডিও –
Oh My God 🥺#Moscow is under Attack
Terrorist Attack in Russia
Many Peoples are killed by Terroristsहे भगवान, हमारे दोस्त रूस की रक्षा कीजिए pic.twitter.com/zN6Np1qv9T
— Chandan Sharma (@ChandanSharmaG) ২২ মার্চ, ২০২৪
হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। শুক্রবার নিজেদের টেলিগ্রাম চ্যানেল ‘আমাক’-এ এই ঘোষণা করে তারা। এরপরই রাশিয়া জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আসন্ন হামলার মোকাবেলায় রুশ নিরাপত্তা সংস্থাগুলো এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে বর্তমানে পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে ।
________