Homeদক্ষিণবঙ্গখুন এবং আত্মঘাতী হবার ঘটনা পরগনার বুকে

খুন এবং আত্মঘাতী হবার ঘটনা পরগনার বুকে

মা তার চার বছরের ছেলেকে খুন করে নিজে আত্মঘাতী হন

তারকেশ্বর TV: স্বামী প্রায়শই মদ্যপান করত এবং তার স্ত্রীকে নির্যাতন করত। শারীরিক নির্যাতন ও দুর্ব্যবহারের ঘটনাও ঘটেছে। অপমানিত এবং অত্যাচারিত হয়ে মা তার চার বছরের ছেলেকে খুন করে নিজে আত্মঘাতী হন।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। মৃতার নাম বিশ্বমিত্রা অধিকারী, যিনি প্রিয়াঙ্কা নামেও পরিচিত। তবে শিশুকে হত্যার পর ওই মহিলা আত্মহত্যা করেছেন, নাকি তাঁরা দুজনেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

স্বামী শুভঙ্কর অধিকারী ও তাঁদের চার বছরের সন্তানকে নিয়ে নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লিতে থাকতেন বিশ্বমিত্রা। তাদের সম্পর্ক নিত্য অশান্তিতে জর্জরিত ছিল।

বিশ্বামিত্রা প্রায়শই তার নেশাগ্রস্ত স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হতেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসার জেরে বিশ্বামিত্রা তাঁদের চার বছরের ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেন। পরবর্তীকালে বিশ্বামিত্রা আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। মা ও শিশুর লাশ উদ্ধার করে নৈহাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, লাশ উদ্ধারের সময় শুভঙ্কর বাড়িতে ছিলেন না।

পুলিশ বর্তমানে মর্মান্তিক ঘটনাটি তদন্ত করছে। নৈহাটি থানার পুলিশ বিশ্বামিত্রের স্বামী শুভঙ্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এটি আত্মহত্যা বা হত্যা কিনা তা নির্ধারণের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন