কলকাতা: ন্যায়বিচারের দাবিতে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শোভাযাত্রা পরিচালনার জন্য ২৫ জন ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা কড়া হয়েছে, গোটা এলাকায় পুলিশের উপস্থিতি থাকবে। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকের মিছিলে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের আমরা আশ্বস্ত করছি, শান্তিপূর্ণ ও আইনানুগ বিক্ষোভে আমরা হস্তক্ষেপ করব না। তবে মিছিলের সময় আপনারা আইন মেনে চলার অনুরোধ করছি। রাজ্য সচিবালয় নবান্নের আশেপাশে ১৬৩ ধারা কার্যকর রয়েছে, যেখানে পাঁচজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। দয়া করে এটা মাথায় রাখবেন।
[আরও পড়ুন]: “কুবীর মানা অপেক্ষা কর। তোর সাথেও খেলা হবে”। প্রতিবাদে নামলেই হুমকি?
[আরও পড়ুন]: RG Kar: ‘যৌন বিকৃতি’ এবং ‘পশুর মতো’ প্রবণতা? আর কি জানতে পেরেছে সিবিআই?
সংবাদ পত্র টিভি নাইন বাংলার খবরে বলা হয়েছে, রেসকোর্স থেকে খিদিরপুর ব্রিজ হয়ে নবান্ন যাওয়ার রাস্তায় পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে। পুলিশ লাউডস্পিকার ব্যবহার করে ঘোষণা করছে। হাওড়া ব্রিজের কলকাতা অংশ-সহ পাঁচটি জায়গায় আছে অ্যালুমিনিয়াম গার্ডরেল। পাশাপাশি হাওড়া থেকে নবান্ন যাওয়ার পথে চারটি পয়েন্টে লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে।
________