Homeবিনোদনবিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ

বিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ

তারকেশ্বর TV: বিনোদন দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় থিয়েটারকর্মী, অভিনেত্রী ও দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা আভেরী চৌরে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শিল্পী। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। টানা ১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। সোমবার প্রয়াত হন শিল্পী। একটা সময় তিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে নজর কাড়েন সকলের।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-বিদীপ্তা চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন।বিদীপ্তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘সমুখে শান্তি পারাবার… কিছুতেই এ মেনে নেওয়া যায় না। কত স্মৃতি ঝুম দি। তবু ভালো থেকো। খুব খুব মনে পড়বে তোমায়।’ একরাশ ছবিও ভাগ করেছেন সকলের সঙ্গে। দূরদর্শনের জনপ্রিয় উপস্থাপিকা শিল্পী চৈতালী দাশগুপ্ত লিখেছেন, ‘বহু স্মৃতি বহু ছবি অছে ওর সঙ্গে তবে এই দুটোই আভেরীর সঙ্গে আমাদের দু’জনের শেষ ছবি ডিসেম্বর ২০২৩।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আভেরীদি…।’

________

Latest news

Related news