Homeদেশবাংলার গর্ব - মিঠুন চক্রবর্তী পেলেন পদ্মভূষণ, পদ্ম সম্মানে আরও অনেক বাঙালি

বাংলার গর্ব – মিঠুন চক্রবর্তী পেলেন পদ্মভূষণ, পদ্ম সম্মানে আরও অনেক বাঙালি

এছাড়াও এবছর বাংলা থেকে পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার জন।

কেন্দ্রের তরফে ২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল। সেই তালিকা উজ্বলিত হয়েছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নামেই। পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গায়িকা উষা উত্থুমপকেও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন।

এছাড়াও এবছর বাংলা থেকে পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার জন। তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। ২০২৩ সালে প্রয়াত হন নেপালচন্দ্র সূত্রধর। তাই তিনি মরণোত্তর সম্মান পাবেন।

বাংলার পদ্মশ্রী প্রাপকদের তালিকায় নাম রয়েছে কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল এবং বীরভূমের ভাদু শিল্পী রতন কাহারের।

২০২৪ সালে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে বেঙ্কাইয়া নায়ডুকে, যিনি একজন রাজনীতিক। দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীও পাচ্ছেন পদ্মবিভূষণ।

এ বছর মোট ৩৪ জন কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগ আদিবাসী কিংবা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।

দেশের প্রথম মহিলা মাহুত অসমের পার্বতী বড়ুয়া রয়েছেন পদ্ম সম্মান প্রাপকদের তালিকায়।

ঝাড়খণ্ডের চামি মুর্মুও ভূষিত হচ্ছেন পদ্মশ্রী সম্মানে, যিনি একজন আদিবাসী পরিবেশবিদ এবং নারী উন্নয়নকর্মী।

হরিয়াণার সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ, কেরলের কাসরগোড়ের কৃষক সত্যনারায়ণ বেলেরি, মিজ়োরামের আইজ়লের সমাজকর্মী সংথানকিমা জায়গা করে নিয়েছেন পদ্ম সম্মান প্রাপকদের তালিকায়। ছত্তিশগঢ়ের নারায়ণপুরের প্রাচীন ওষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জি পাচ্ছেন একই সম্মান।

পদ্মশ্রী প্রাপকের তালিকায় আছেন মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, অসমের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি, বিশিষ্ট শল্য চিকিৎসক প্রেমা ধনরাজ, ক্রীড়াবিদ উদয় বিশ্বনাথ দেশপান্ডে, মাইক্রোবায়োলজিস্ট ইয়াজ়দি মানেক্সা ইটালিয়া, দক্ষিণ আন্দামানের জৈব কৃষক কে চেল্লাম্মাল, অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো।

ওড়িশার কৃষ্ণলীলা গায়ক গোপীনাথ সোয়াইন, শিল্পী দম্পতি শান্তিদেবী পাসওয়ান ও শিবান পাসওয়ান, নৃত্যশিল্পী বালকৃষ্ণান সদানম পুথিয়া ভিটিল, পট শিল্পী অশোক কুমার বিশ্বাস, সংস্কৃত আবৃত্তি শিল্পী উমা মহেশ্বরী ডি পাচ্ছেন পদ্ম সম্মান।

এছাড়াও আছেন ওড়িশার লোকশিল্পী ভগবত প্রধান, কোয়েমবত্তূরের লোকশিল্পী বদ্রপ্পান এম, বাঁশ শিল্পী জর্ডন লেপচা, মণিপুরের মচিহান সাসা, ত্রিপুরার শাল তাঁতি স্মৃতিরেখা চাকমা এবং ওমপ্রকাশ শর্মা, কুন্নুরের লোকশিল্পী নারায়ণ ইপি, তেলঙ্গানার গড্ডাম সাম্মাইয়া, দসরি কোন্ডাপ্পা এবং বাবুরাম যাদব, রাজস্থানের বহুরূপী শিল্পী জানকীলাল।

________

Latest news

Related news