তারকেশ্বর TV: কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার রাজ্যের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই নাগরিক সমাজের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। শহরজুড়ে শুরু হয়েছে আন্দোলন, আর এরই অংশ হিসেবে ৫ অক্টোবর, শনিবার এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলের আয়োজন করেছে কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন, এবং সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এমনকি, শহরের বাইরে থেকেও ট্রাম তুলে দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা আসছে।
[আরও পড়ুন]: Bajaj Dominar 400: পূজার ডিসকাউন্ট অফারে পেয়ে যান বাজায়া বাইকে 10 হাজার টাকা ছাড়
[আরও পড়ুন]: মোবাইল না টিভি – আপনার শিশুর জন্য কোনটি বেশি ক্ষতিকারক? জানুন
সংবাদ সংস্থা এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগে এক মহিলা আইনজীবী কলকাতা হাইকোর্টে ট্রাম তুলে দেওয়ার আশঙ্কায় মামলা করেছিলেন। যদিও তখন সে মামলার সেভাবে শুনানি হয়নি। পরে, আইনজীবী অনিন্দ্য লাহিড়ি ট্রাম ডিপোর জমি বিক্রি নিয়ে অভিযোগ আনলে মামলাটি নতুন গুরুত্ব পায়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তখন ট্রাম তুলে দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আরও পরিকল্পিতভাবে ট্রাম চালানোর পরামর্শ দিয়েছিলেন।
[আরও পড়ুন]: বজ্রপাতের সময় ‘স্নান করা’, ‘বাসন মাজা’ মৃত্যুর কারণ হতে পারে
সম্প্রতি, রাজ্য সরকার ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে লিখিতভাবে জানিয়েছে। যদিও এই বিষয়ে এখনও শুনানি হয়নি। ট্রামপ্রেমীরা হাইকোর্টের আগের রায়ের ওপর নির্ভর করে আছেন, যেখানে শহরের ঐতিহ্য হিসেবে ট্রামকে বাঁচানোর পক্ষে বক্তব্য ছিল। আদালত জানিয়েছিল, ট্রাম শুধু হেরিটেজ নয়, বরং শহরের দূষণ কমাতেও সাহায্য করে। তবে রাজ্য সরকার এর বিরোধিতা করে জানিয়েছে, ধীরগতির ট্রাম এখনকার ‘দ্রুত’ গতির শহরের জন্য উপযোগী নয়, এবং পর্যাপ্ত যাত্রীও নেই।
________