Homeহুগলীমত্ত অবস্থায় প্রৌঢ়ার গলা কেটে খুন। গ্রেফতার ঠিকাদার।

মত্ত অবস্থায় প্রৌঢ়ার গলা কেটে খুন। গ্রেফতার ঠিকাদার।

যখনই তাদের দেখতেন তখনই গালিগালাজ শুরু করতেন বলে অভিযোগ।

তারকেশ্বর TV: কয়েকদিন আগে  মারা যায় সাধের ছাগল। ৫৫ বছর বয়সী ছাগলটির মালিকের সন্দেহ, তার মৃত্যুর জন্য ইটভাটা শ্রমিকরাই দায়ী। তিনি যখনই তাদের দেখতেন তখনই গালিগালাজ শুরু করতেন বলে অভিযোগ। গত ১২ ফেব্রুয়ারি হুগলির পোলবায় একটি ইটভাটার কাছ থেকে মৃত ছাগলটির দেহ উদ্ধার হয়। বৃদ্ধাকে খুনের অভিযোগে শঙ্কর সাদা নামে ৫৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করল পোলবা পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত বিহারের খাগারিয়া জেলার বাসিন্দা এবং সার কারখানায় শ্রমিক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল।

১২ ফেব্রুয়ারি রাতে পোলবার একটি ইটভাটার কাছে একটি গলা কাটা দেহ পাওয়া যায়। দেহটি সুগন্ধার জ্যোৎস্নার। একটি সার কারখানার পিছনে অবস্থিত একটি পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। জ্যোৎস্না ও তাঁর স্বামী ইঁটভাটায় থাকতেন। জ্যোৎস্নার বেশ কয়েকটি ছাগল ছিল, যা সে প্রতিদিন সার কারখানার পিছনে চরাতে যেত। প্রায় এক মাস আগে তার একটি ছাগল অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যায়। কারখানার পেছনে শ্রমিকদের মেসের উচ্ছিষ্ট খাবার খেয়ে ছাগলটি মারা গেছে বলে সন্দেহ ছিল ঐ মহিলার। তাই তিনি শ্রমিকদের দেখলেই গালিগালাজ দিতেন বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি শঙ্কর মদ্যপান করছিলেন। জ্যোৎস্না তাঁকে দেখতে পেয়ে গালিগালাজ করেন। তাতেই মেজাজ হারিয়ে সবজি কাটার ছুরি নিয়ে এসে মহিলার গলা কেটে খুন করে পরিত্যক্ত চৌবাচ্চায় ফেলে দেন শঙ্কর। প্রৌঢ়াকে খুনের পর হাত, মুখ ধুয়ে সন্ধ্যার পর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে বিহার চলে যান। ঘটনার তদন্তে নেমে পুলিশ শ্রমিকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। শ্রমিকদের তালিকা মেলাতে গিয়ে পুলিশ দেখতে পায়, শ্রমিক সরবরাহের কাজ করেন শঙ্কর নামে এক ব্যক্তি, তিনি ঘটনার দিন সন্ধ্যার পর থেকে বেপাত্তা। শ্রমিকরা জানান, শঙ্কর তাঁদের বলে গিয়েছেন যে, স্ত্রী অসুস্থ। তাই বিহারে গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। ইটভাঁটার মালিককে দিয়ে পুলিশ ফোন করিয়ে ডেকে পাঠায় সেই শ্রমিককে।

শুক্রবার থানায় সাংবাদিক বৈঠক করেন পোলবা হুগলি গ্রামীণ ডিএসপি প্রিয়ব্রত বক্সী। ঘটনার ৭২ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। ওসি পোলবা নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গ্রেফতারের দায়িত্ব নেয়। সার কারখানার শ্রমিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কারখানায় শ্রমিক সরবরাহকারীর নাম শঙ্কর সাদা। ঘটনার পর থেকে শঙ্কর নিখোঁজ থাকলেও বৃহস্পতিবার ফেরার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

_______

এই মুহূর্তে

আরও পড়ুন