৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দু’দিনের সফরে রাজস্থানের জয়পুরে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রঁ। ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত তিনি। ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সাদর অভ্যর্থনাও জানিয়েছেন। উপহার দিয়েছেন, সদ্য উদ্বোধন হওয়া অযোধ্যার রামন্দিরের ছোট প্রতিকৃতি।
দেখুন সেই ভিডিও –
#WATCH | Rajasthan: Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron visited a tea stall and interacted with each other over a cup of tea, in Jaipur.
French President Emmanuel Macron used UPI to make a payment. pic.twitter.com/KxBNiLPFdg
— ANI (@ANI) ২৫ জানুয়ারী, ২০২৪
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোদী ও ম্যাক্রঁর চা খাওয়ার ভিডিও। মোদির পাশে বসে রাস্তার ধারের চায়ের দোকানে চা খেতে দেখা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টকে। এমনকি, চা খাওয়া শেষে দোকানে UPI পেমেন্টও করেছেন মোদি।
মোদী এবং ম্যাক্রঁ জয়পুরে প্রায় ৬ ঘণ্টা ছিলেন। এদিন ম্যাক্রঁকে জয়পুরের সোলার অভসারভেটরি জন্তর মন্তর ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী।