তারকেশ্বর TV: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ রবিবার ১০ বছর পূর্ণ করল। অনুষ্ঠানের শুরুতেই মোদি জানান, এই পর্বটি তাঁর জন্য খুবই আবেগঘন। কারণ কোটি কোটি শ্রোতা এই যাত্রায় তাঁকে সমর্থন করেছেন। দেশের নানা প্রান্ত থেকে আসা তথ্যগুলো মন কি বাতকে সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, তিনি খুশি হন যখন মানুষ জানান যে তারা তাদের নিজস্ব ভাষায় এই অনুষ্ঠান শুনতে পেরেছেন। এর জন্য তিনি আঞ্চলিক সংবাদমাধ্যম এবং পত্রিকাগুলিকে ধন্যবাদ জানান। ইউটিউবারদেরও কৃতজ্ঞতা জানান, যারা মন কি বাত নিয়ে নানা অনুষ্ঠান করেছেন।
[আরও পড়ুন]: ধূমপান যারা করেন তাদের জন্য সুখবর। দেখে নিন কি বলছে গবেষণা
‘মেক ইন ইন্ডিয়া’-রও ১০ বছর পূর্ণ হয়েছে। এ প্রসঙ্গে মোদি বলেন, “ভারত আজ উৎপাদনের দিক থেকে বিশ্বের পাওয়ার হাউস হয়ে উঠেছে। আমরা গুণমান এবং ‘ভোকাল ফর লোকাল’-এর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।” উৎসবের মরশুমে দেশীয় পণ্য ব্যবহারের জন্যও তিনি জনগণকে উৎসাহিত করেন।
[আরও পড়ুন]: ছেলেদের গার্লফ্রেন্ড থাকা দারুণ সুবিধা। প্রেম ছাড়া আরও অনেক বিষয়
মার্কিন সফর থেকে ফেরত পাওয়া ২০০-রও বেশি প্রত্নসামগ্রী প্রসঙ্গে মোদি বলেন, “আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্বিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ডেলাওয়্যারের বাড়িতে ওই প্রত্নসামগ্রীগুলো দেখিয়েছেন, যা টেরাকোটা, পাথর, কাঠ, পিতল ও ব্রোঞ্জ দিয়ে তৈরি। এগুলি দেখে আমাদের পূর্বপুরুষদের নিখুঁত কাজের গুরুত্ব বোঝা যায়।”
[আরও পড়ুন]: রাত ২টো, তবু চোখে ঘুম নেই! সারাদিন আলসেমি। রইল মুক্তির তিন উপায়
এদিন পুদুচেরির সমুদ্রসৈকত সাফাই নিয়েও কথা বলেন মোদি। পুদুচেরির বাসিন্দা রামিয়াজিকে ধন্যবাদ জানান, যিনি দীর্ঘদিন ধরে সৈকত সাফাই অভিযানে যুক্ত। স্বচ্ছ ভারত অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে এই অভিযান শুরু হয়েছিল। এর ফলে ‘বর্জ্য থেকে সম্পদ’ ধারণাটি জনপ্রিয় হয়েছে এবং মানুষ এখন পুনর্ব্যবহারের বিষয়ে সচেতন।” তিনি ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সফলতাও তুলে ধরেন, যেখানে বিভিন্ন রাজ্যে চারা রোপণের রেকর্ড হয়েছে।
________