তারকেশ্বর TV: দিল্লি রোডের ধারে একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার গুদামে ডাকাতির ঘটনা ঘটে। তবে ভাগ্য ডাকাতদের পক্ষে ছিল না কারণ একজন হাতেনাতে ধরা পড়েছিলেন। সিঙ্গুরের ন’পাড়া এলাকায় দিল্লি রোডে একটি অনলাইন ব্যবসার গুদাম ডাকাতির সময় এক চোরকে আটক করা হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, ধৃত বিহারের বাসিন্দা। একজন ধরা পড়লেও জড়িত বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
[আরও পড়ুন]: তারকেশ্বরের ট্রেনে হুড়োহুড়ি। নিচে আগুনের ফুলকি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ দিল্লি রোডের ধারে একটি গুদামে হামলা চালায় পাঁচ সশস্ত্র ডাকাতের একটি দল। এ সময় বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন এবং ডাকাতরা তাদের সামনে অস্ত্র ধরে। তবে শ্রমিকরা আতঙ্কিত হননি। বিপদের মুখেও তারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং প্রতিরোধের চেষ্টা করেছিলেন।
[আরও পড়ুন]: বিষধর সাপ তাড়া করলে কিভাবে রেহাই পাবেন। জানুন বিজ্ঞান আর ব্রেনের কাজ
এরই মধ্যে গুদামে একজন চতুর শ্রমিক এমারজেন্সি অ্যালার্ম বাজিয়ে দেন। সাইরেন শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ চলে আসে। ততক্ষণে বাকিরা পালিয়ে গেলেও পুলিশ একজনকে ধরতে সক্ষম হয়েছে।
[আরও পড়ুন]: ডেঙ্গু হলে শরীরে দুর্বলতা আসে, দ্রুত সুস্থ হওয়ার উপায় রইল
তাঁকে সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতর কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্তরা একটি চার চাকার গাড়িতে এসেছিল। গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
________